মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪





 শারদ মুখ 

নিধুভূষণ দাস 



শীর্ণকায় নদী , সাদা মেঘে  রোদের  আলপনা
বাংলার  গ্রামের দৃশ্যপট এখন ,শান্ত নিসর্গে  
নিরাপদ মাছেরাও অহিংসার  মরশুমে।

চলো যাই ,দেখে আসি  নিরাপদ ভুবন
দূষণের শহর থেকে  দূরে অনাবিল গ্রামে
বাংলার নদীতীরে ,যেখানে আকাশ
আর নদী মিশে যেতে পারে অনায়াসে।

শারদীয়া উত্সব  হয় এখন
ইউরোপ-আমেরিকায়ও
কিন্তু এমন প্রশান্ত শারদ মুখ
আছে শুধু বাংলারই।

চলো  যাই দেখে আসি  নদী আর আকাশের  শুভ্র  রূপ।