শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

সভ্যতা উপদেশ দিতে জানে

 সভ্যতা উপদেশ দিতে জানে

নিধুভূষণ দাস


"ও দাদা ধরুন না একটু,ও দাদা

আপনার তো মুখে মাস্ক আছে,

ধরুন না একটু! আমি একা‌ পারি?"


হে অসাহায় রমনী, জানেন না বুঝি?

মানুষের মুখে মাস্ক থাকে বরাবরই-

ধূর্ততা ঢাকতে মাস্ক পরতেই হয়।


তিলোত্তমা কলকাতার খুব কাছে

 এক হাসপাতাল চত্বরে সেদিন

 কোনো এক কোভিড রোগীর

স্ত্রীর এই আকুল ডাকে সাড়া মেলেনি।


তবে অযাচিত উপদেশ মিলেছে:" উঠে

পড়ুন কাকা,উঠতে পরলেই বেঁচে

যাবেন",স্ত্রী হাত ধরে প্রাণপন

টানছিলেন,তিনি উঠতে পারেননি।


নিজের পায়ে‌ দাঁড়াতে না পারলে

অন্যের উপদেশে ‌ বাঁচা যায়না,

এটাই সভ্যতার প্রথম পাঠ

সভ্যতাগর্বী বাংলায়;দ্বিতীয় পাঠ:

সভ্যতার সঙ্গে মানবতার কোনো

সম্পর্ক নেই,সভ্যতার মূল অর্থ

 আত্মস্বার্থ সংরক্ষণ,মগুজে 

শ্রেষ্ঠ প্রাণী ধূর্ততায় বাঁচে মরে।


কোভিড তো এই সভ্যতারই দান,

প্রক‌তির বিরুদ্ধে লোভাতুর মানুষের

 জেহাদের অনিবার্য ফল।



এখন বুঝবেন স্বামী-হারানো

অসহায় স্ত্রী,তাকে‌ বাঁচতে হবে

নিজের জোরে, হৃদয়বান বন্য

 কিংবা উদাসীন সাধুর‌ মতো।