শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

প্রতিপক্ষ বটে

 প্রতিপক্ষ বটে

 নিধুভূষণ দাস


ঘরের ভেতরে একান্তে

 একাত্ম তুমি আর আমি,অভিন্ন

বাইরে যদিও প্রবল প্রতিপক্ষ।


না,আমরা এক পরিবার নই

সংকটে পড়লে তোমার শরন লই

বাইরে বীরাগ দেখাই,ঘরে অনুরাগে

চোখ তুলে শুধোই,"ভালতো!

এসেছি আর্জি নিয়ে,রাখতে হবে

এবারও বরাবরের মতোই।"


"ভাল আছো, মণীষা?অনেকদিন পর

এলে এবার,প্রয়োজন বড় বালাই

আবার এস প্রয়োজন ছাড়া।"