শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার

 জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার

নিধুভূষণ দাস



ভাল আছ তোমরা পূর্বগামী পূর্বজ

উপণিষদ যুগের নিসর্গ নিয়মে

অন্তহীন আকাশের অসীমে লীন হয়ে।


বিবর্ণ নিখিলে ধর্মনাশী সময়ে

জল-বায়ুর ধর্ম গেছে 

আমাদের ছড়ানো দূষণে।

সমাজও হয়েছে হিংসাধ্বস্ত

ক্ষমতার অশ্লীল আস্ফালনে।


আমি কি পারিনা ছড়াতে

একমুঠো শুভাশিস এই প্রাতে!


পারছি কই এই ধর্ম-বিভ্রান্তির

অন্ধকার সকালে?


ফুল বাগানের ওপারে

তোমাদের উঠোনে

কার্তিকের জ‍্যোৎস্নায়

বসতে পারে না কি

রূপসী বাংলার কবিতা

পাঠের আসর?


কই দেখিনা তো!


আমি যে আমার মতো

পারিনা ভাবিতে,চলিতে,বলিতে

জীবিত মা-বাবার স্মৃতি তর্পনে

 প্রজ্ঞার আতিশয‍্যে মস্তক মুণ্ডন

স্বেচ্ছায় করি আরোপিত ভাবনায়।


আমি জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার।


শনিবার, ৮ জুলাই, ২০২৩

আ‌লোয় ভরা আগামী দিন

 ‌আ‌লোয় ভরা আগামী দিন

নিধুভূষণ দাস


বি‌কেল এ‌লো মুচ‌কি হে‌সে

শীতলক্ষায় সূর্য ডুব‌তে

গাঁ‌য়ের বধূ নদীর প‌থে জল‌কে চ‌লে

একটু প‌রে চণ্ডীতলায় কীর্তন হ‌বে

ঝিঁ‌ঝিরা সব সঙ্গত কর‌বে

বি‌কেল মা‌নেই হাল্কা জীবন।


ষাট ছুঁইছুঁই ম‌নির এখন মজার সময়

না‌তিনাতনীর কোলাহ‌লে মালা জপ‌ছে

আপন ম‌নে,কৈ‌শো‌রের সখার স‌ঙ্গে‌

ভাব জ‌মে‌ছে নতুন ক‌রে,ফি‌রে গে‌ছে

চালতাতলার ভালবাসার দিনগু‌লি‌তে।


বি‌কেল মা‌নেই সু‌খের সময়

ইচ্ছা পূর‌নের সেরা সু‌যোগ

নতুন দি‌নের অ‌পেক্ষা

আ‌লোয় ভরা আগামী দিন।







শুক্রবার, ৩০ জুন, ২০২৩

নারায়ণী নমোহস্তুতে

 নারায়ণী নমোহস্তুতে

নিধুভূষণ দাস


চলে যাবো আশ্বিনেই, কোনো এক

বৃহস্পতিবারের উদীচী কালে

মহাকাল তোমাকে দিয়ে যাবো অর্ঘ।


 বাগানে ফোটে অপরাজিতা,জবা ও মল্লিকা

পূজা সেরে চলে যাবো 

বলে যাবো নারায়ণী নমোহস্তুতে।


 বসুধা তোমার উষ্ঞতা বাড়ছে ক্রমে

দাবদাহে অস্থির জীবন

যন্ত্রে মিলছে সাময়িক উপশম।


দিকে দিকে দাবানল,ঘন ঘন 

সাগরজ ঘূর্ণীঝড়

 প্রযুক্তি পরাজিত প্রলয়ের কাছে।


কোভিডেরা ছেড়েছে তুষারশয‍্যা

ভয়ঙ্কর দৈত‍্যদের শীতঘুম ভেঙ্গেছে

মেরুদেশে গলছে বরফ।


থাকবে মানবাসুর,চলে যাবো আমি

বলে যাবো: নমস্তস্যৈ নমো নমঃ

আত্মলীনা প্রকৃতিস্বরূপা দেবী।

রবিবার, ৪ জুন, ২০২৩

সভ্যতার যাতনা

 ‌সভ্যতার যাতনায়

নিধুভূষণ দাস



ফি‌কে নীল চা‌ঁদোয়ায় সাদা ছোপ

এখা‌নে ওখা‌নে,জ্যৈ‌ষ্ঠের দুপু‌রে

তাপ‌বিদ্ধ  মা‌টি  ও বাতাস

দহ‌নে কাবু ঘাস ফুল পাতা।


অ‌স্থির পা‌খিসব ঠোঁট খু‌লে হাঁফায়

এক ফোঁটা জল নেই‌ তেষ্টায় 

সকাল বিকাল নলবাহী জ‌লের

অপচয় নির্বোধ মানু‌ষের চোখ এড়ায়।


শি‌লিগু‌ড়ি শহ‌রের নদীগু‌লি নর্দমা

সভ্যতার যাতনায়, বি‌বেক ঘু‌মি‌য়ে 

আ‌ছে স্বার্থের কো‌লে,লে‌লিহান উত্তাপ

দার্জি‌লি‌ঙের পাহাড় চূড়া ছুঁ‌য়ে‌ছে।


কর্তারা চুপচাপ,ভোট বড়ই বালাই

প্লাস্টিক চার‌দি‌কে,হা‌টে-বাজা‌রে

নর্দমায় নদী‌তে,শি‌ল্পের স্বার্থ দেখা

সভ্যতার দায়, তাই।


অ‌বুঝ কর্তারা,অশুদ্ধ উচ্চার‌ণে

 মন্ত্র পাঠ করা পুরু‌হি‌তের ম‌তো,

শুধু শিল্পায়‌নের বাণী আওড়ায়,

দূষ‌ণে চুপচাপ,ভোট বড়ই বালাই।


ও‌দের টাকার গর‌মে উষ্ণায়ণ বা‌ড়ে

এ‌সি,গা‌ড়ি,ফ্রিজ দূষণ ছড়ায়

নৈশ সংস্কৃ‌তির বিস্তার আ‌মোদ ও 

আ‌য়ের নতুন পথ বাৎলায়।


সভ্যতা জীবনযন্ত্রনা বাড়ায়।





বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

দূ‌রে থে‌কেও কা‌ছে

 দূ‌রে থে‌কেও কা‌ছে

নিধুভূষণ দাস


ভাল থে‌কো,কথা হ‌বে,সুপ্রভাত!

দেখা নেই,চার দশক,তাও

রে‌খে‌ছো ম‌নে,বল‌তে পা‌রো

অকপ‌টে,"দুূরে আছি তবু 

মনে হয় কতো কাছে।"


ভা‌বি‌নি প্রথম দি‌নের উষ্ণতা

হৃদয়ে লা‌লন ক‌রে চ‌লেছো,

 পা‌রি‌নি আ‌মিও ভু‌লি‌তে।


কেউ কাউ‌কে কথা দিইনি 

 তোমা‌কে পাই আ‌লিঙ্গ‌নে

যখন তখন,যেমন পেতাম

কৈ‌শো‌রে অনা‌বিল আন‌ন্দে।


ভাল আ‌ছি,ভাল আছ ম‌নে রে‌খে।




শুক্রবার, ১২ মে, ২০২৩

তোমার গহ‌নে

 তোমার গহ‌নে

নিধুভূষণ দাস 


তোমার গহ‌নে আমার আশ্রয়

দেখেছি অ‌নেকটা,বা‌কি তবু

র‌য়ে গে‌ছে কতটা, জা‌নিনা।


তোমার গ্রীবা কি‌সের ম‌তো

বল‌তে পা‌রি, জিহ্বা কতটা

খসখ‌সে জা‌নি,মু‌খের সুবা‌সে

মাতাল হই, কা‌মি‌নীর গন্ধে 

সা‌পের ম‌তো,তবু কত অজানা!


শরী‌রের প্র‌তি‌টি খাঁজ অনায়া‌সে

আবৃ‌তি কর‌তে পা‌রি,চু‌লের ডগার

ছোঁয়ায় অ‌লেী‌কিক শিহরণ জা‌গে।


ম‌নের প্র‌তি‌টি ভাঁ‌জে কী খেলা ক‌রে

দে‌খি আ‌মি অবলীলায়।তাও যখন

মুচ‌কি হেসে ব‌লো, "আ‌মি অথই"

ভা‌বি, সৃষ্টি‌কে কতটাই বা চি‌নি?


তবু বল‌তে পা‌রি,ই‌চ্ছে কর‌লে

পাথরে তোমা‌র সৃষ্টি কর‌তে পা‌রি

নি‌টোল নির্মল রূপ,তারপর হয়‌তো

ব‌লে উঠ‌বো, "মাতৃরূ‌পেণ সং‌স্থিতা!"

 







মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

রক্তপাতে দোষ নেই

 রক্তপাতে দোষ নেই

নিধুভূষণ দাস


"Out damned spot!Out,I say!"


এক রাতে রাজরক্তে রঞ্জিত করেছিলে

নিজের হাত,খুন করেছিলে আঁধারের
পবিত্রতা,নিদ্রার প্রশান্তি।

আজ রাতে ঘুমাও যখন,এক হয়না‌ 

চোখের পাতা,ছোট্ট প্রদীপের

 আলোয় হাত ধোয় অবিরাম, রক্তের

দাগ আর ঘ্রাণ মুছে দিতে,বলে যাও,

"ওহ্ আরবের সব সুগন্ধি পারবেনা

 এই রক্তের গন্ধ‌ দূর করতে!"


আজও তুমি সক্রিয়, ক্ষমতার টান আর

 রক্তের ঘ্রাণ একাকার হয়ে তোমাকে

বলে, "রক্তপাতে দোষ নেই,

জীবনের চেয়ে পবিত্র সিংহাসন।"


শনিবার, ২৫ মার্চ, ২০২৩

দ্রেীপদীর প্রশ্ন

 দ্রেীপদীর প্রশ্ন

নিধুভূষণ দাস 


লাাঞ্ছি‌তা দ্রেীপদী কুরুসভায় দৃঢ়তায়

প্রশ্ন কর‌লেন,"পাশায় হে‌রে ক্রীতদাস

যুধি‌ষ্ঠির তাকে বাজি রাখেন কীভা‌বে?"

রা কা‌ড়েন‌নি উপ‌স্থিত ভীষ্ম পিতামহও

আমরাও বি‌বেক বন্ধক রাখি স্বা‌র্থের কা‌ছে।


বিদুর আর বিকর্ণ ব‌লেন,এই বা‌জি অ‌বৈধ,

দ্রেীপদী স্বাধীন,এই সহজ কথা‌টি অকপ‌টে

বল‌তে পা‌রেন‌নি জ্যেষ্ঠ জ‌নেরা। আজও

অনাচার দি‌কে‌ দি‌কে, আছেন পিতামহগণও

নেই শুধু প্র‌তিবাদে সোচ্চার বিদুর,বিকর্ণরা।


সেদিন জিতে‌ছিলেন  দ্রেীপদী,জয় পায়

বি‌বেক নিসৃত যথার্থ প্র‌তিবাদ।আজ ?

থাক সেকথা,প্র‌তিবাদে ভরপুর দেখি

সংবাদপত্র,টি‌ভি প্র‌তি‌দিন।


বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

প‌বিত্র নির্জ‌নে

 প‌বিত্র নির্জ‌নে

নিধুভূষণ দাস 


ব‌লি, যা‌বে ওইখা‌নে যেখানে 

সবুজ হা‌সে,ঝর্ণার গান চ‌লে

অ‌বিরাম,মা‌ছেরা‌ খে‌লা ক‌রে

নির্দ্বিধায় বিশুদ্ধ জ‌লে?


চ‌লো যাই,বা‌কি দিন থা‌কি গি‌য়ে 

প‌বিত্র নির্জ‌নে, জীব‌নের আশ্র‌য়ে

ওখা‌নে বিলা‌সিতা নেই,লো‌ভে

কেউ ঠকায়নি কাউ‌কে,আসলে

আজও তু‌মি আ‌মি নেই ওখা‌নে।


চ‌লো যাই,কো‌নো প্রসন্ন বি‌কেলে

দুষ্মন্তের রাজ্য থে‌কে অ‌নেক দূ‌রে

আশ্রয় নিই মহ‌র্ষি কন্বর ত‌পোব‌নে

অনসূয়া প্রিয়ংবদা আছে ওইখানে।