পূর্বজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পূর্বজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার

 জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার

নিধুভূষণ দাস



ভাল আছ তোমরা পূর্বগামী পূর্বজ

উপণিষদ যুগের নিসর্গ নিয়মে

অন্তহীন আকাশের অসীমে লীন হয়ে।


বিবর্ণ নিখিলে ধর্মনাশী সময়ে

জল-বায়ুর ধর্ম গেছে 

আমাদের ছড়ানো দূষণে।

সমাজও হয়েছে হিংসাধ্বস্ত

ক্ষমতার অশ্লীল আস্ফালনে।


আমি কি পারিনা ছড়াতে

একমুঠো শুভাশিস এই প্রাতে!


পারছি কই এই ধর্ম-বিভ্রান্তির

অন্ধকার সকালে?


ফুল বাগানের ওপারে

তোমাদের উঠোনে

কার্তিকের জ‍্যোৎস্নায়

বসতে পারে না কি

রূপসী বাংলার কবিতা

পাঠের আসর?


কই দেখিনা তো!


আমি যে আমার মতো

পারিনা ভাবিতে,চলিতে,বলিতে

জীবিত মা-বাবার স্মৃতি তর্পনে

 প্রজ্ঞার আতিশয‍্যে মস্তক মুণ্ডন

স্বেচ্ছায় করি আরোপিত ভাবনায়।


আমি জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার।