সোমবার, ৮ জুন, ২০২০

মানুষের চেয়ে বড় অমানুষ

মানুষের চেয়ে
 বড় অমানুষ
 নিধুভূষণ দাস

গণতন্ত্র আবারও হেরে গেল লিঙ্কনের দেশে
ধর্মনিরপেক্ষতা বিপর্যস্ত বঙ্গবন্ধুর বাংলায়
বর্ণবিদ্বেষ আর সম্প্রদায় বিদ্বেষের ‌এই পৃথিবীতে নিরাপদ নয় ফ্লয়েড, নিখিল।

আমি শ্বাস নিতে পরছি না… ছিনা….না.. আ
রুদ্ধ শ্বাসে বলছিল কৃষ্ঞাঙ্গ ফ্লয়েড
স্বেতাঙ্গ‌ পুলিশের হাঁটু চাপা দেয় তার কন্ঠ।
মহামতি লিঙ্কন,দেখে যান আপনার দেশে
এখনও বর্ণবিদ্বেষ কতটা‌ প্রকট।

 কৃষক নিখিল তালুকদার অবসরে তাস
খেলছিল,এই তার অপরাধ!
প্রিয় বঙ্গবন্ধু,এও সম্ভব আপনার দেশে,
আপনার গোপালগঞ্জে - নিখিল খুন হলো পুলিশের হাতে‌! হে বঙ্গবন্ধু কন্যা, আপনার নির্বাচনী কেন্দ্রে নিখিলের জীবনের অধিকার
ভূলুন্ঠিত হলো আপনারই পুলিশের হাতে।

গণতন্ত্র কেনো,কোনো তন্ত্রেই নিরাপদ নয়
ক্ষমতাহীন সাধারণ মানুষ, রাজপথে
পুলিশের গুন্ডামি, রাজনীতিতে প্রবল ভন্ডামি
কেড়ে নেয় নিরীহ মানুষের মৌলিক অধিকার।

আজ মানুষের চেয়ে বড় অমানুষ
মানবিকতা হার মানে রাজনীতির কাছে
মানবাধিকারের নামে দিব্যি চলে ধান্দবাজী
স্লোগানে চাপা পড়ে নির্যাতিতের কান্না
সংসদে চেঁচামেচিতে হেরে যায় সংবিধান।
একবিংশ শতাব্দীর পৃথিবীতে
 বিপন্ন ক্ষমতাহীনের মানবাধিকার।

কাঁদুন মহামতি লিঙ্কন, কাঁদুন!
আপনার গণতন্ত্রের ধারণা ওরা
অপ্রাসঙ্গিক করে দিচ্ছে আপনারই দেশে 
ফ্লয়েডকে ওরা জনগণের অংশ মানেনি।
আবার আসুন ফিরে হে ক্যাপ্টেইন
গেটিসবার্গে‌,মনে করিয়ে দিন:
গণতন্ত্র মানে জনগনের দ্বারা নির্বাচিত, জনগণের সরকার,ফ্লয়েডদের সরকার।

চোখের জলে প্রিয় পদ্মায় অকাল বন্যা
আনুন, অকুতোভয় বঙ্গবন্ধু 
আপনার ধর্মনিরপেক্ষতা হার‌ মানছে ধর্মান্ধতার কাছে,সোহরাওয়ার্দি উদ্যানে
ফিরে এসে বজ্রকন্ঠে ঘোষণা করুন:
নিখিলহীন দেশ  আমার নয়, তোমারও না।

বেঁচে থাকুন লিঙ্কন, বেঁচে থাকুন বঙ্গবন্ধু
জাতির বিবেক হয়ে, মানবতার
অতন্দ্র প্রহরী হিসেবে আমাদের মাঝে।