বুধবার, ২০ আগস্ট, ২০১৪


ছনের ঘর স্বপ্ন দেখে

নিধুভূষণ দাস 

টাপুরটুপুর  বৃষ্টি পড়ে
ছনের ঘর স্বপ্ন দেখে
মাথলা মাথায় ধান ক্ষেতে
আবুল অমল কাজ করে।

পাঁচ তারায় নোট ওড়ে
উড়াল পুলের নিচে
পট্লাদের রাত কাটে
সময় দিব্যি বয়ে চলে।

বাতানুকূল ঘরে ওরা
দেশের কথা ভাবে
বিত্তবানদের ভালো রাখার  পথ খোঁজে
আবুল অমল পট্লারা গতর খাটে। 

শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪



নায়কের বিদায় 

নিধুভূষণ দাস 



"Man is born free,and everywhere he is in chains"
বলে গেছেন রুশো ,"তোমরা আমাকে রক্ত দাও ,আমি দেবো স্বাধীনতা
তোমাদের",দৃপ্ত শপথ নেতাজি সুভাষের,"এবারের সংগ্রাম স্বাধীনতার
সংগ্রাম ,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম",সহরাওয়ার্দি উদ্যানে লাখো
জনতার সামনে ঘোষনা অকুতোভয়  মুজিবের।

স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ ,লাখো শহীদের রক্ত-ঋণ  শোধ  না করেই
হয়েছে কলঙ্কিত পদ্মা-মেঘনা-যমুনার  দেশ,খুন হয়েছেন  জাতির জনক
যেমন হয়েছিলেন দাসপ্রথা উত্খাতের নায়ক আব্রাহাম লিঙ্কন।

এমনই হয় বারবার ,যেমন মহামতি যীশু  হয়েছিলেন ক্রুশবিদ্ধ
বুলেটের আঘাতে প্রার্থনাসভায় লুটিয়ে পড়েছিল অপাপবিদ্ধ মহাত্মার দেহ
স্বাধীন ভারত জানলোনা নেতাজি কোথায়। 

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪






চলো নদী কিনি 

নিধুভূষণ দাস 


চলো  যাই নদী কিনি
নদী হবে ব্যক্তিগত সম্পত্তি আগামী দিনে
বোতলবন্দী জল,কোমল পানীয বানাতে চাই বিপুল জল
মাছ ,জলজ উদ্ভিদ ,মায় ড্রেজিং-এ উঠে আসা বালি
সবই বিকোবে অনেক দামে ,থাকবে নৌবিহারেরও আয়োজন
বিত্তবানদের ব্যাঙ্ক-কার্ডে টাকা আসবে আমাদের ঘরে।

কিনতে হবে নদীর উত্স পাহাড়ও,নয়তো ওরা ঘুরিয়ে দেবে নদীর পথ
ওখানকার মানুষদের বানাবো দাস ,নয়তো তাড়াবো অবলীলায়
বাস্তুতন্ত্র করব সমৃদ্ধ নদীর স্বাস্থ্য রক্ষায়।

চলো যাই জঙ্গল কিনি ,ওখানে মাটির নিচে সঞ্চিত আছে মূল্যবান খনিজ
বক্সাইট ,ইউরেনিয়াম ,আরও কত কী
খনিজ আহরণে প্রয়োজনে সাফাই করবো বন
হয় হোক পরিবেশ বিপর্যয় ,আগামী দিনের জন্য
চাই ,যাকে বলে,কৌশলগত বিনিয়োগ
চলো  যাই পকেটবন্দী করি প্রকৃতি।