বুধবার, ১৩ আগস্ট, ২০১৪






চলো নদী কিনি 

নিধুভূষণ দাস 


চলো  যাই নদী কিনি
নদী হবে ব্যক্তিগত সম্পত্তি আগামী দিনে
বোতলবন্দী জল,কোমল পানীয বানাতে চাই বিপুল জল
মাছ ,জলজ উদ্ভিদ ,মায় ড্রেজিং-এ উঠে আসা বালি
সবই বিকোবে অনেক দামে ,থাকবে নৌবিহারেরও আয়োজন
বিত্তবানদের ব্যাঙ্ক-কার্ডে টাকা আসবে আমাদের ঘরে।

কিনতে হবে নদীর উত্স পাহাড়ও,নয়তো ওরা ঘুরিয়ে দেবে নদীর পথ
ওখানকার মানুষদের বানাবো দাস ,নয়তো তাড়াবো অবলীলায়
বাস্তুতন্ত্র করব সমৃদ্ধ নদীর স্বাস্থ্য রক্ষায়।

চলো যাই জঙ্গল কিনি ,ওখানে মাটির নিচে সঞ্চিত আছে মূল্যবান খনিজ
বক্সাইট ,ইউরেনিয়াম ,আরও কত কী
খনিজ আহরণে প্রয়োজনে সাফাই করবো বন
হয় হোক পরিবেশ বিপর্যয় ,আগামী দিনের জন্য
চাই ,যাকে বলে,কৌশলগত বিনিয়োগ
চলো  যাই পকেটবন্দী করি প্রকৃতি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন