বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪



তুমি খুব ভালো আছো 

নিধুভূষণ দাস 




শৈশবে  কী খেয়ালে একদিন লাগিয়েছিলাম এক আমের চারা
সে এখন আমার মতোই  বড়ো ,বয়স যদিও কম পাঁচ বছর
গ্রীষ্মে  এখনও সে ফল  দেয় ,খরতাপে দেয় শীতল ছায়া
বাতাসে দোলে  যখন তার ডালপালা ,বিশ্বাস হয় ডাকছে আমাকে
ছুটে যাই  তার  তলায়,যেমন যেতাম এক সময় তোমাকে  নিয়ে
জানো তুমিও, সে কোনোদিন করেনি  অমর্যাদা এই  বিশ্বাসের
দিয়েছে পাকা ফল মনের মতো ,তুমি বলতে "বন্ধু পরম "
এখনও বন্ধুত্বে অকৃত্রিম আমরা দুজন ,শুধু থাকলেনা  তুমি

আজও সে যেনো  বারবার খোঁজে তোমাকে ,অস্ফুটে শুধোয়  "কোথায় অনুসূয়া?"
আমি তারে  বলি "ও ভালো আছে সুদূরে  কংক্রীটের  জঙ্গলে,খুব ভালো আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন