বুধবার, ২ জুলাই, ২০১৪




সে আসবে ফিরে 

নিধুভুষণ  দাস 


আমি বললাম, সে আসবে 
আগামী বসন্তে ,প্রজাপতি হয়ে 
তুমি একদিন  গেয়েছিলে 
"অভি...না যাও ছোরকে 
দিল অভি ভরা নেই" কিংবা 

"জানেওয়ালে তো একদিন 
চলে হি যায়েগা। "
ভাবোনি  সেদিন 
চলে যায় যে ফিরে আসে সে-ই  
অন্যভাবে,অন্যবেশে।

ফুটবে যখন নতুন গোলাপ 
বাগানে  তোমার ,দেখবে কতো 
প্রজাপতিদের, গাইছে গান 
ফুলেদের কানে কানে,ভাববে তখন 
জানেওয়ালে এই তো আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন