বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪



তাকাও নদীটির দিকে 

নিধুভুষণ দাস 

নদী বললো  যাবো  সাগরে
পাহাড় বললো দিবো জল অবিরাম
পর্বত -কন্যা তাই ছিলো বেগবান

বরফ আজও আছে পাহাড় চূড়ায়
তার জল আজও বয় ,অন্যধারায়
পার্বতীর  তাই নেই সেই উচ্ছ্বল প্রাণ

এমন হতেই পারে ,তাকাও
জলহীন নদীটির দিকে ,ভাবো
তার কথা যে রাখেনি  কথা

জীবন  এমনই ,মিথ্যে হয় ভালোবাসা
তাকাও,দ্যাখো নিষ্ফল  নদীটিরও আশা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন