বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

চুপ ,আজ শুভরাত




চুপ ,আজ শুভরাত 
নিধুভূষণ দাস 

চুপ ,কোনো কথা নয়,
এই  শুভ রাতে।
শোনো গুলি ,বিস্ফোরণ
কাছে কোথাও চলছে আদম নিধন
চলো বসে থাকি ঠোঁটে ঠোঁট রেখে।

কাঁদতে নেই সোনা,ভয় কেনো
লাভ কি তাতে,বলো ?
আসমানী  জহ্লাদ আজ  চারদিকে
ভূস্বর্গে,মানচেস্টারে ,জাকার্তায়।

যা হবার হবে,ওরা মারতে জানে
কোমরে বিস্ফোরক-বেল্ট ,কারো
কাঁধে প্রিয় ইনসাস,হাতে প্রেয়সী গ্রেনেড
সঙ্গে বেয়োনেট,চোখে মৃত্যদূতের উল্লাস।

এই শুভ রাতে, মিলনের সুখ হোক
আমাদের অমরত্বের হাতিয়ার।
.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন