মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

তোমার টুকটুকি ,আম্মু


তোমার টুকটুকি ,আম্মু 

নিধুভূষণ দাস 

নিকিতাকে  চেনো তুমি।
মনে  নেই ?একদিন পড়ন্ত  বিকেলে
টিএসসিতে আলাপ হয়েছিল তার  সঙ্গে
ডালিম দানার লাল  লেগেছিল  ঠোঁটে
সলাজ  হাসি ঝরছিল শিশিরের মতো।
বাংলার ছাত্রী ছিলো ,প্রিয় কবি জীবনানন্দ  আর
শামসুর রাহমান। আওড়াতো  রূপসী বাংলা,
আসাদের শার্ট এবং  স্বাধীনতা।

তাকে বুকে  জড়িয়ে,আমার কাঁধে হাত রেখে
বলেছিলে ,এই আমার ছেলে।
অনেকদিনের কথা ,টোকিওর মেয়ে
এখন বাংলা বিভাগের  প্রধান
টোকিও বিশ্ববিদ্যালয়ে,মা দুই সন্তানের
মেয়ের নাম  রেখেছে রূপসা,ছেলে  স্বাধীনতা
মনে পড়ছে  তার কথা, আম্মু ?

আমি  এখন তার মুখে হিরোশিমা  আর
নাগাসাকির সেই বীভত্স বিস্ফোরণের
কথা  শুনছি, পাশে  উত্কর্ন  রূপসা,স্বাধীনতা।
মনে পড়ে,তুমি  তার একটা  নাম রেখেছিলে
বলেছিলে,'নিকিতা ওয়া ,আনাতা টুকটুকি দেসু '
(নিকিতা, তুমি  টুকটুকি )
যুদ্ধকে  ওরা বড় ভয় পায় ,আম্মু। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন