রবিবার, ২১ আগস্ট, ২০১৬

ছত্রিশ বছর পর







ছত্রিশ বছর পর 

নিধুভূষণ  দাস 

কেমন আছিস ?
জানিনা ,সবাই তো  বলে ভালো।
সে কী, নিজের ভালোমন্দ জানিসনা!
ভালোমন্দ  আছে  নাকি ?
বুঝিনা তো। লোকে যা বলে  তাই শুনি।

তোর কী  খবর ,বেবী  ভালো তো?
শুনেছি একা  আছে।
কী  বলিস ,কেনো ?
জানিসনা বুঝি ,তোরই তো জানার কথা।
কী  যে বলিস ,আমি জানবো  কেনো
ছত্রিশ বছর কী  কম  সময় ?

সত্যি,তুই দেখছি দিব্যি  ভালো আছিস
বেচারী রয়ে গেলো  একা !

কোথায় থাকে ?
নীলক্ষেতে ,আজও বসন্তে  পলাশ গোনে।
তোর সঙ্গে কথা হয় ?
দেখা হয় ,হাত নাড়ে ,ঠোঁট কাঁপে।