বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

বিশ্বাসে মেলে কৃষ্ণ



বিশ্বাসে মেলে কৃষ্ণ
নিধুভূষণ দাস 


ওপারে  সার্জিক্যাল স্ট্রাইক,  জঙ্গি  শিবিরে
দুর্যোধনের হুঙ্কার ,'পাঠাচ্ছি শমন '
উজ্জীবিত জঙ্গি এপারে যুদ্ধ যুদ্ধ খেলে
হুরির দেশে  যায় । বিশ্বাসে মেলে
কৃষ্ণ ,তর্কে বহুদূর।

শীতলক্ষ্যায় এখনও বজরা চলে
বর্মির হাট থেকে ধান আনে  মহাজন                                
আনন্দে ভাটিয়ালি গায় মাঝি
বিশ্বাসে মেলে কৃষ্ণ ,তর্কে বহুদূর
নদীতে জল কৈ আগের  মতো।                                                    

কুরুক্ষেত্রের দুর্যোধন তাও পেয়েছিলো ঠাঁই
জলাশয়ের গভীরে ,এখন তো জলেও
দূষণ দুর্যোধনদের দুঃশাসনে।

 গুলিবিদ্ধ কত আদম-লাশ একাত্তুরে
পচেছিলো বুড়িগঙ্গার জলে
এখনও সীমারেরা জবাই করে
ভাই-বেরাদর, জেহাদের নামে
বিশ্বাসে মেলে কৃষ্ণ ,তর্কে বহুদূর।

রবিবার, ২ অক্টোবর, ২০১৬

দুর্যোধন , ভালো থাকুন


দুর্যোধন , ভালো  থাকুন 

নিধুভূষণ দাস


দুর্যোধন ,কেমন আছেন ?
জানি,হিংসার আগুন নেভেনি এখনও
জতুগৃহে পান্ডবরা পুড়ে মরেনি
এই জ্বালা ভোলা যায় কি ?

কুরুক্ষেত্র থেকে কাশ্মীর  কতোই  বা  দূরে!
রাতের  অন্ধকারে পান্ডব শিবিরে
হত্যাযজ্ঞ চালিয়ে কী  পেলেন  বলুন
হতাশার বেদনা  ছাড়া?

তাও ভালোবাসেন যুদ্ধ যুদ্ধ খেলা
হুঙ্কার দেন,  'বাঁচতে দেবোনা তোমাদের'
পাঠাবেন মৃত্যুদূত  কাঁটাতারের এপারে
দুর্যোধন , ভালো  থাকুন হিংসার  আগুনে  পুড়ে।

কাশ্মীর থেকে কুরুক্ষেত্র  কতোই  বা  দূরে!