সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

আমার যোগবিয়োগ নাই

আমার যোগবিয়োগ নাই
নিধুভূষণ দাস

তরা অ কছ,আমি পাগল।
হ,পাগল ত বটেই, অন্তত তদের
মত চালাক ত না যে,ব‍্যাপারিদের
সব কতায় হ হ করমু।

আমি ত মুচকি হাইসা আকাশ পানে
তাকাইয়া থাহি,তরা ভাবছ বেয়াদপি।
কে কি ভাবলি মাথা ঘামাইনা
চাল নাই চুলা নাই,কিয়ের তবে ভাবনা
আমার যোগ অ নাই বিয়োগ অ নাই
আমি এই আছি এই নাই,ভয় পামু কেন?

আমি পাগল তরা চালাক
এইডাই ত আসল কতা।

শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

বুদ্ধি ব‍্যাপারির কামাই

বুদ্ধি ব‍্যাপারির কামাই
নিধুভৃষণ দাস

আচ্ছা ভাই, বামপন্থা কোনটা?

“তুই ভাই,এক্কেবারে বোকা,
এইডা একটা প্রশ্ন ?বাম মানে ডান না।
ফালতু বিষয় নিয়া ভাবিসনা তো।
রাজনীতি ব‍্যাপারি,বুদ্ধি ব‍্যাপারি এনিয়া
ব‍্যবসা কইরা খায়।তর ত ব‍্যাটা
গায়েগতরে খাইট‍্যা বাঁচতে অয়।
ছাড় অইসব ডানবাম,চিটিংবাজি ভাবনা।”

ঠিক কইছস দোস্ত,এই জন‍্যইতো তরে জিগাইলাম।

বুধবার, ২২ আগস্ট, ২০১৮

আর নয় ওদিকে আপাতত

আর নয় ওদিকে আপাতত
নিধুভূষণ দাস

সিংহদুয়ারে “সুস্বাগতম”,বেশ মজা
কত হাতছানি,”আয়!আয়!”
চৌকাঠটা পেরলেই সোনার দুনিয়া
কি জানি,কেন গেলামনা!
জানিসতো,আমি ভীতুর ডিম
নতুন ভুবন,সে আমার নয়।

“তোর স্বপ্ন নেই।”
বলতে পারিস।তবে অন্ধকার
নিয়ে স্বপ্ন দেখা আমার কম্মো নয়।
আমি আলোর পূজারী,খুঁজবো
অনন্তকাল তারে,যে নিয়ে যায়
জ‍্যোতিনগরে।