বুধবার, ২২ আগস্ট, ২০১৮

আর নয় ওদিকে আপাতত

আর নয় ওদিকে আপাতত
নিধুভূষণ দাস

সিংহদুয়ারে “সুস্বাগতম”,বেশ মজা
কত হাতছানি,”আয়!আয়!”
চৌকাঠটা পেরলেই সোনার দুনিয়া
কি জানি,কেন গেলামনা!
জানিসতো,আমি ভীতুর ডিম
নতুন ভুবন,সে আমার নয়।

“তোর স্বপ্ন নেই।”
বলতে পারিস।তবে অন্ধকার
নিয়ে স্বপ্ন দেখা আমার কম্মো নয়।
আমি আলোর পূজারী,খুঁজবো
অনন্তকাল তারে,যে নিয়ে যায়
জ‍্যোতিনগরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন