বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪



তুমি খুব ভালো আছো 

নিধুভূষণ দাস 




শৈশবে  কী খেয়ালে একদিন লাগিয়েছিলাম এক আমের চারা
সে এখন আমার মতোই  বড়ো ,বয়স যদিও কম পাঁচ বছর
গ্রীষ্মে  এখনও সে ফল  দেয় ,খরতাপে দেয় শীতল ছায়া
বাতাসে দোলে  যখন তার ডালপালা ,বিশ্বাস হয় ডাকছে আমাকে
ছুটে যাই  তার  তলায়,যেমন যেতাম এক সময় তোমাকে  নিয়ে
জানো তুমিও, সে কোনোদিন করেনি  অমর্যাদা এই  বিশ্বাসের
দিয়েছে পাকা ফল মনের মতো ,তুমি বলতে "বন্ধু পরম "
এখনও বন্ধুত্বে অকৃত্রিম আমরা দুজন ,শুধু থাকলেনা  তুমি

আজও সে যেনো  বারবার খোঁজে তোমাকে ,অস্ফুটে শুধোয়  "কোথায় অনুসূয়া?"
আমি তারে  বলি "ও ভালো আছে সুদূরে  কংক্রীটের  জঙ্গলে,খুব ভালো আছে।

সোমবার, ২৮ জুলাই, ২০১৪




বুদ্ধের অনুভব 

নিধুভূষণ দাস 


ঈদও পারেনা  আনন্দ  আনতে
যখন মনে পড়ে হারানো স্বজনকে।

এক ঈদের দিনেই চলে যায় অগ্রজ  আমার
জানি, আর  আসবেনা ফিরে কোনোদিন
কিন্তু অপাপবিদ্ধ মুখটি ভুলতে পারিনা যে
চাইও না সেই ছবি মুছে যাক হৃদয় থেকে।

বুঝি  বিষাদই পরম সত্য
জীবনে যা দিতে  পারে বুদ্ধের অনুভব। 

রবিবার, ২০ জুলাই, ২০১৪



কথা  রাখবো 

নিধুভূষণ দাস 


কথা দিলাম  কথা রাখবো
এ শুধু কথার কথা নয়
আকাশ সাক্ষী সূর্য-তারার সামনে
দৃপ্ত শপথ ,কথা  রাখবো।

এখন বলো তুমি কী করবে
পারবে কি হাত ধরতে
কন্ঠে কন্ঠ মেলাতে
সব বাধাকে হার মানাতে?

কথা দিলাম ,যদি ধরো  হাত
প্রয়োজনে যেতে পারি দেশান্তরে
তুমি বলো কতটা কী করতে পারো
কথা দিলাম কথা রাখবো।
















শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪






তুমি আছো তাই 

নিধুভূষণ দাস 





ভালোবাসি তোমাকে ,বেঁচে থাকি তোমাকে নিয়ে
তুমি আছ বলে ভালো  থাকি  আমি
নয়তো হয়ে যেতাম ঢেউহীন জলধি ।

তুমি সঙ্গী বলে এখনও হৃদয় আছে
হয়ে যাইনি প্রাণহীন  পুতুল -মানবী
বারবার সিক্ত কারো প্রাণ-রসে তুমি।

তাই বারবার ফিরে আসি তোমার বুকে
 আশ্রয় দাও,বিশ্রাম দাও, আরও দাও স্বপ্ন তুমি
স্বপ্ন আমার সহোদরা , তুমি ধাত্রী-দেবী।  

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪




ফিরে আসি  নরকে 

নিধুভূষণ দাস 




উফ ! পারা যায়না আর
কংক্রীটের জঙ্গলে আগুনের উত্তাপ
হোকনা এসি গাড়ি
কতক্ষণ থাকা যায় হয়ে বাক্সবন্দী।

ইচ্ছে হয় যাই উদ্যানে কিংবা
নিদেনপক্ষে কোনো গাছের ছায়ায়
উপায় নেই ,রাস্তায় বেরুলেই
যানজটে হতে হয় নাজেহাল।

মন করে ছটফট
অরণ্যে ,পাহাড়ে আর  সাগরে ছুটে যাই
কিন্তু পিছু টানে অভ্যস্ত  নগর জীবন
নরকেই ফিরে আসি তাই। 

বুধবার, ১৬ জুলাই, ২০১৪


লীন হবো ওদের অভিন্ন শরীরে 


নিধুভূষণ দাস 




পাহাড় তোমাকে ডাকে
নদী বলে 'আয় কাছে '
সাগরের ঢেউ কয়
'চ ড়  আমার চূড়ায়'

নিসর্গ-কন্যা  তুমি
এরা সবাই আপন তোমার
কাকে রেখে কাকে নেবে
ভাবি মনে মনে।

তুমি বলো ,'আমি আছি সবার মাঝে
 যেদিন চলে যাবো তোমাদের ছেড়ে
  ওরাই আমি হবো জেনো
লীন হয়ে ওদের অভিন্ন শরীরে। '

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

 দুফোঁটা  নোনা


নিধুভূষণ দাস 




আমার দুফোঁটা  নোনা পড়লো  সাগরে 
তাতে একটুও ফোলেনি  জলধি 
তা হওয়ারও নয় জানি 

 সাগর ঠিকই  বহমান রবে 
চলে যাবো  আমি 
তাতে কমবেনা তার একবিন্দু  জলও 

আসবে অনেক মানুষ  এই বালুকাবেলায় 
তারার সঙ্গী আমি তখন 
দেখবো  তাদের  বসে নিরালায়। 

রবিবার, ১৩ জুলাই, ২০১৪



তুমি তোমার 

নিধুভূষণ  দাস 


পথের  বন্ধু ,পথিক  তুমি
কারো বন্ধু নও,পথ ছাড়া
কেউ  নয় আপন তোমার
যে তোমাকে আপন ভাবে সে  আসলে পর।

বিরহ সে তোমার নয়
দৃষ্টি তাই   অবিচল
অদৃশ্যেই চোখ  তোমার, দৃশ্যমানে নয়
ওই ছেলেটির ভুল, বোঝেনি তোমার  পরিচয়।

তুমি তোমার ,আর কারো নও। 

বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪

আমার  মা 

নিধুভূষণ দাস 

চেনো  তুমি  মাকে আমার ?
না তো ,কে  তিনি ?
খুঁজে দেখো ,পাবে হিমালয়ে
আছেন তিনি আমলারেমে
বন-ভিলায়,নিবিড়  ছায়ায়।

একা একা  আছেন তিনি নিজের মতন
উপনিষদের  ঋষিরা যেমন  ধ্যানমগ্ন
তপোবনের  সবুজ ছায়ায়
তেমনই সাধনায় আলোকিত মা আমার
নিজেকে হারিয়েছেন বসুধায়।

অভিমানিনী  যাবেননা ফিরে অতীতে
আনন্দময়ী তিনি আত্মানুসন্ধানে। 

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪



তাকাও নদীটির দিকে 

নিধুভুষণ দাস 

নদী বললো  যাবো  সাগরে
পাহাড় বললো দিবো জল অবিরাম
পর্বত -কন্যা তাই ছিলো বেগবান

বরফ আজও আছে পাহাড় চূড়ায়
তার জল আজও বয় ,অন্যধারায়
পার্বতীর  তাই নেই সেই উচ্ছ্বল প্রাণ

এমন হতেই পারে ,তাকাও
জলহীন নদীটির দিকে ,ভাবো
তার কথা যে রাখেনি  কথা

জীবন  এমনই ,মিথ্যে হয় ভালোবাসা
তাকাও,দ্যাখো নিষ্ফল  নদীটিরও আশা

বুধবার, ২ জুলাই, ২০১৪




সে আসবে ফিরে 

নিধুভুষণ  দাস 


আমি বললাম, সে আসবে 
আগামী বসন্তে ,প্রজাপতি হয়ে 
তুমি একদিন  গেয়েছিলে 
"অভি...না যাও ছোরকে 
দিল অভি ভরা নেই" কিংবা 

"জানেওয়ালে তো একদিন 
চলে হি যায়েগা। "
ভাবোনি  সেদিন 
চলে যায় যে ফিরে আসে সে-ই  
অন্যভাবে,অন্যবেশে।

ফুটবে যখন নতুন গোলাপ 
বাগানে  তোমার ,দেখবে কতো 
প্রজাপতিদের, গাইছে গান 
ফুলেদের কানে কানে,ভাববে তখন 
জানেওয়ালে এই তো আমার।