শুক্রবার, ২৮ মে, ২০২১

অলীক স্বর্গে‌ ভাল আছি

 নিধুভূষণ দাস


কেমন আছো,তোমরা সবাই!

ভাল,খুব ভাল - ভাইরাসের সঙ্গে

যুদ্ধে, হিংসার সংসার থেকে পালিয়ে

আবার উদ্বাস্তু শিবিরে

ভাল আছি,ঢের ভাল।


এর‌ চেয়ে ভাল আর‌ কিছু

হয় না,শৈশব-কৈশোরের প্রিয় নদী,

জন্মস্থান ছেড়ে একদিন সঙ্গোপনে

স্বর্গ ভেবে শরণ নিয়েছিলাম যেথায়

সেইখানে বিপন্নবোধে তুমি সতত পড় মনে

প্রিয় সহচরী,আমার শীতলক্ষ্যা।


বিশ্বাস কর,ভাল নেই আমি

কানে কানে এই কথা তোমাকেই বলি

দেয়ালেরও কান‌ আছে‌ জানি।


ভাল নেই,এই কথা‌ তোমাকেই

বলতে পারি ফেলে আসা সহচরী।


ভাল থাকা সহজ নয়,ভাল রাখে

না কেউ, ভাল থাকতে হয়,

বলেছিলে তুমি যেদিন তোমাকে

ছেড়েছিলাম অলীক স্বর্গের হাতছানিতে।