শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

পৃথিবীর জন্মদিনে

পৃথিবীর জন্মদিনে
নিধুভূষণ দাস
 
আজ,  আত্মজা ,আমাদের  পৃথিবী ,তোমার 
জীবন পথে একটি মাইলফলক ,আমাদেরও।
এদিন তুমি এসেছিলে ,তাই না ,মনে পড়ে ?
এখন তুমি বড়ো  হচ্ছ ,অনেক বড়ো হবে,
ব্রহ্মান্ডের মতো ,আমরা  ক্ষুদ্র হচ্ছি,আরো ক্ষুদ্র 
বারবার তোমাকে অসুরের মতো আঘাত করে। 

আত্মজা,তুমি নিষ্পাপ থেকো , দুষ্টুমতি 
অভিজ্ঞ  হয়োনা আমাদের মতো, কোনোদিন। 
যাকে আমরা ধ্বংস করছি নির্দ্বিধায় ,সীমাহীন ক্রুঢ়তায় 
সেই তোমাকে তুমি রক্ষা  করো গভীর মমতায় ,অসীম প্রজ্ঞায়। 

জানি ,ভরসা করা যায়, কারণ তুমি তোমারই মতো
আদি পাপ তোমার উত্তরাধিকার নয়। 
পৃথিবী ,আত্মজা  আমার,জন্মদিনে 
প্রথম আকাশের অনাবিল সুন্দরে শ্বাস নাও।

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

জন্মদিনে



   

জন্মদিনে  
নিধুভূষণ দাস

চৌষট্টিতম  দোসরা অক্টোবর  আমার  
চোদ্দই  আশ্বিন ,আলোকবর্ষের  হিসেবে 
বড়োজোর  ভ্রূণাবস্থা। তাও হতো কী? যদিনা  
তোমরা জন্মদিনের শুভেচ্ছা  জানাতে।

অনামিকা ,কণিকা ,অন্যা ,লতিফ, সুমন,
আম্মুও জানালো অনেক শুভেচ্ছা। 
আপ্লুত হলাম ,সৃষ্টির অর্থ নিয়ে শিশুর ছেলেখেলা। 

তোমরা কেমন নিতান্তই অবুঝ 
হারানোর ভয়ে হয়েছে  মতিভ্রম 
জন্মদিন কি আলাদা হয় ,সময় কি  মাপা যায় ?
সময় তো  দেখিনা আমরা 
কল্পনা করি শুধু পার্থিব অভিজ্ঞতায়। 

প্লেটো তো  বলেছেনই, অনেক  আগে ,
দেখাটা সত্যের অনুকৃত  রূপ ,আসল সত্য নয়। 
বোন কণিকা আজ বললে ,"অস্তগামী সূর্য  দেখে 
মনে হয় জীবনও অস্ত যাবে একদিন।"
জানোনা বুঝি নক্ষত্র মাত্রই চির ভাস্বর। 

সেদিন বিক্রমকে বলেছিলাম ,"আমরা চিরতরুণ বন্ধু  সবাই "
নক্ষত্রদের সাক্ষী রেখে বালি ,"আমরা যেমন  আছি 
তেমনই  থাকবো, অন্তহীন ভালোবাসায় 
বিক্রম,তুমি,আমি,আমরা সবাই।"