বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

করোনা চলে গেলে

করোনা চলে গেলে 
নিধুভূষণ দাস

আবার আসিব ফিরে হুগলী নদীটির তীরে
করোনার বিপদ কেটে গেলে এই বাংলায়
ছড়াইবো বাণী অবিরাম,লিখিবো খোলা চিঠি
নানা জনে, প্রতিবাদে সোচ্চার হবো,বিবৃতির তুফান
তুলবো এদিকে সেদিকে,করোনা চলে গেলে সরব‌ হবো
সুবিধা মতো,সন্ধ্যা কেটে যাবে টিভির পর্দায় ভেসে
কেউ বলিবে বুদ্ধিজীবী,কারো মতে বিশিষ্টজন
সবাই জানে, আমাদের কথা অমৃতসমান।

করোনার আতঙ্কে ঘরে বসে আঁকিতেছি ছবি, 
একান্তে গাহিতেছি গান,ভাবিতেছি ফিরে ছড়াইবো কোন বাণী,কার লেখা স্ক্রিপ্ট পড়িবো কার প্রয়োজনে।

আবার আসিব ফিরে হুগলির তীরে নয়া মহিমায় 
এই বাংলায়,বুদ্ধির সওদাগর হয়ে, তোমাদের তরে
আবার দেখিবে আমাদের সান্ধ্য টিভির পর্দায়।