বুধবার, ২৯ জুলাই, ২০১৫

রাত থাকুক রাতের মতো

রাত থাকুক রাতের মতো

নিধুভূষণ দাস 





আসছে রাত ,আসুক ,আসতে দাও
জ্বালিও না আলো ,শুধু জ্বলুক আকাশের তারা
আর  মাটির জোনাকি।

অনেক তো জ্বালালে বাতি
অমাবস্যায় করলে দীপাবলী
হলো কী  কল্যাণ তাতে পৃথিবীর ?

অন্ধকার রাতে আলোকিত প্রাসাদে
বসে কষলে  যুদ্ধের  ছক
যুদ্ধ শুরু হলে চালালে ব্ল্যাকআউট
কতটা আলোকিত হলো পৃথিবী ,বলো !

তারচে বরং আঁধারকে আঁধার থাকতে দাও
আঁধারে ভাবতে শিখি আলো কারে কয়
রাত থাকুক রাতের মতো,অনাবিল।