শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

মধুর বচন

মধুর বচন
নিধুভূষণ দাস

গালি হিসেবে “ফ‍্যাসিস্ত” জব্বর।
নাৎসিও খারাপ নয়
তবে “স্তালিনিস্ত” গালি নয়,
প্রশংসার বিশেষণ
এর সঙ্গে জুড়ে আছে প্রাণাধিক সমাজতন্ত্র।
ভারতীয় “তুঘলকি” কথাটা ভারিক্কি বেশ
তাৎপর্য বুঝি-না-বুঝি শুনতে খাসা।
যাদের “স্তালিনিস্ত” বলতে মানা
তারা কথায় কথায় “ফ‍্যাসিস্ত”,”নাৎসি”,"তুঘলকি”
বলে প্রতিবাদে সোচ্চার হন
হরিনামের মতো মধুর লাগে এই  বচন।

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

আমি সভাকবি মাত্র

আমি সভাকবি মাত্র
নিধুভূষণ দাস

আমার দেখা সবার দেখা নয়
আমি কী দেখি তা জাহির ক‌রা বোকামো বৈকি
আমার কথা সবার কথা নয় যে।

আমি অর্ফিউস নই যে,আমার সুরে পাথর গলে
আমি সক্রেটিস নই যে,আমার কথা সর্বজনগ্রাহ‍্য।
আমি সভাকবি, কিংবা প্রাসাদের গায়ক মাত্র।
তাও ভাবি আমার কথায় বিপ্লব সম্ভব।

ভাবি লোকে বোঝেনা,পৃষ্ঠপোষকের মনোরঞ্জন করাটা অনেক বেশি জরুরি, কারণ আমি সভাকবি।