শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

মধুর বচন

মধুর বচন
নিধুভূষণ দাস

গালি হিসেবে “ফ‍্যাসিস্ত” জব্বর।
নাৎসিও খারাপ নয়
তবে “স্তালিনিস্ত” গালি নয়,
প্রশংসার বিশেষণ
এর সঙ্গে জুড়ে আছে প্রাণাধিক সমাজতন্ত্র।
ভারতীয় “তুঘলকি” কথাটা ভারিক্কি বেশ
তাৎপর্য বুঝি-না-বুঝি শুনতে খাসা।
যাদের “স্তালিনিস্ত” বলতে মানা
তারা কথায় কথায় “ফ‍্যাসিস্ত”,”নাৎসি”,"তুঘলকি”
বলে প্রতিবাদে সোচ্চার হন
হরিনামের মতো মধুর লাগে এই  বচন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন