বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

বিশ্বাসে মেলে কৃষ্ণ



বিশ্বাসে মেলে কৃষ্ণ
নিধুভূষণ দাস 


ওপারে  সার্জিক্যাল স্ট্রাইক,  জঙ্গি  শিবিরে
দুর্যোধনের হুঙ্কার ,'পাঠাচ্ছি শমন '
উজ্জীবিত জঙ্গি এপারে যুদ্ধ যুদ্ধ খেলে
হুরির দেশে  যায় । বিশ্বাসে মেলে
কৃষ্ণ ,তর্কে বহুদূর।

শীতলক্ষ্যায় এখনও বজরা চলে
বর্মির হাট থেকে ধান আনে  মহাজন                                
আনন্দে ভাটিয়ালি গায় মাঝি
বিশ্বাসে মেলে কৃষ্ণ ,তর্কে বহুদূর
নদীতে জল কৈ আগের  মতো।                                                    

কুরুক্ষেত্রের দুর্যোধন তাও পেয়েছিলো ঠাঁই
জলাশয়ের গভীরে ,এখন তো জলেও
দূষণ দুর্যোধনদের দুঃশাসনে।

 গুলিবিদ্ধ কত আদম-লাশ একাত্তুরে
পচেছিলো বুড়িগঙ্গার জলে
এখনও সীমারেরা জবাই করে
ভাই-বেরাদর, জেহাদের নামে
বিশ্বাসে মেলে কৃষ্ণ ,তর্কে বহুদূর।

রবিবার, ২ অক্টোবর, ২০১৬

দুর্যোধন , ভালো থাকুন


দুর্যোধন , ভালো  থাকুন 

নিধুভূষণ দাস


দুর্যোধন ,কেমন আছেন ?
জানি,হিংসার আগুন নেভেনি এখনও
জতুগৃহে পান্ডবরা পুড়ে মরেনি
এই জ্বালা ভোলা যায় কি ?

কুরুক্ষেত্র থেকে কাশ্মীর  কতোই  বা  দূরে!
রাতের  অন্ধকারে পান্ডব শিবিরে
হত্যাযজ্ঞ চালিয়ে কী  পেলেন  বলুন
হতাশার বেদনা  ছাড়া?

তাও ভালোবাসেন যুদ্ধ যুদ্ধ খেলা
হুঙ্কার দেন,  'বাঁচতে দেবোনা তোমাদের'
পাঠাবেন মৃত্যুদূত  কাঁটাতারের এপারে
দুর্যোধন , ভালো  থাকুন হিংসার  আগুনে  পুড়ে।

কাশ্মীর থেকে কুরুক্ষেত্র  কতোই  বা  দূরে!


রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

প্রিয়বরেষু ,

প্রিয়বরেষু ,
 

বড়  সুসময়ে আমাদের দেখা ,
বুড়ো সান্টিয়াগোর  মতো
আশার বাণী শোনানোর  এইতো সময়।

ধর্মের যে ব্যাখ্যা ,যে আদর্শবাদ
হিংসার বীজ বোনে, তা প্রতিহত
করার যথার্থ  সময়ে  এই দেখা।

ঘটে-যাওয়া সর্বনাশের কথা
ভুলিয়ে আশা জাগায়
যে নৈশভোজের আড্ডা
তা হারানো স্বপ্ন  ফেরালো ,তাই না ?


-নিধুভূষণ দাস 

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

বদলে গেছে স্বদেশ


বদলে গেছে স্বদেশ 
নিধুভূষণ দাস 

পদ্মার ইলিশ আগের মতো স্বাদু  নয়
ঘ্রানে অর্ধ ভোজনের  গল্পও আর চলেনা
শীতলক্ষ্যায়  মাছই নেই
বুড়িগঙ্গাও আক্রান্ত দূষনে
এক  বন্ধু  বললো,"ভালো নেই বাংলাদেশ"
কষ্ট  হয় মায়ের অসুখে।

একটু হাসবেনা মা ? কতোদিন  পরে এলাম !
শহীদ মিনার  বুকে নিয়েওতো দিব্যি
অপেক্ষা  করলে ঊনিশ বছর,প্রতিজ্ঞায় অনড়,
নয় মাসে সন্তান হারালে আরও ত্রিশ লাখ
মুক্তির সকালে তাও দেখেছি 

মুখে তোমার আনন্দের উদ্ভাস।

সে সময় হারিয়ে গেছে,বাবা
মুক্তির সূর্য আনার লড়াই ছিল তোদের
আজ দেখি  হিংসার কাছে মুক্তির পরাজয়
ভালো থাক বাছা ,আর কদিনইবা আয়ু  আমার !


রবিবার, ২১ আগস্ট, ২০১৬

ছত্রিশ বছর পর







ছত্রিশ বছর পর 

নিধুভূষণ  দাস 

কেমন আছিস ?
জানিনা ,সবাই তো  বলে ভালো।
সে কী, নিজের ভালোমন্দ জানিসনা!
ভালোমন্দ  আছে  নাকি ?
বুঝিনা তো। লোকে যা বলে  তাই শুনি।

তোর কী  খবর ,বেবী  ভালো তো?
শুনেছি একা  আছে।
কী  বলিস ,কেনো ?
জানিসনা বুঝি ,তোরই তো জানার কথা।
কী  যে বলিস ,আমি জানবো  কেনো
ছত্রিশ বছর কী  কম  সময় ?

সত্যি,তুই দেখছি দিব্যি  ভালো আছিস
বেচারী রয়ে গেলো  একা !

কোথায় থাকে ?
নীলক্ষেতে ,আজও বসন্তে  পলাশ গোনে।
তোর সঙ্গে কথা হয় ?
দেখা হয় ,হাত নাড়ে ,ঠোঁট কাঁপে। 

বুধবার, ৬ জুলাই, ২০১৬

সন্ত্রাসেরও যুক্তি আছে


গুলশান,ঢাকা :সন্ত্রাসে সন্তানহারা মা




সন্ত্রাসেরও  যুক্তি আছে

নিধুভূষণ দাস 

যতই হোকনা প্রাণঘাতক
জঙ্গলের  গাছ লুঠে যারা ধনশালী 
তারা গাড়িবাড়ি করে স্বর্গসুখী,
যারা গন্ডারের খড়গ ,হাতির দাঁত 
কেটে পাচার ক'রে সমাজপ্রভু 
তারা সুখী বৈকি।

সুখ যদি স্বর্গ হয় তবে 
গণহত্যাকারীর  অট্টহাসিতে  দোষ কোথায় 
যদি তারা বিশ্বাস করে, এতে খুলে যায় 
বেহেশতের দুয়ার ?হোকনা তা সন্ত্রাসের কারবার 
ক্ষমতার রাজনীতির ভয়ঙ্কর হাতিয়ার।

সন্ত্রাসেরও  যুক্তি আছে,যার প্রতিযুক্তি,
মনে হয় ,  দুর্বল এখন। 

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

jot

জোট  ছাড়া  গতি  নাই 
নিধুভূষণ  দাস 

কী  যে  কস  ভাই
জোট  ছাইড়া  কই  যাই  !
হারের   মইধ্যে জিত
হান্নানদার কপাল  চিকচিক
জোটের জিভ  লিকলিক
এবার আমাদের তৃণভোজ
আর কটা  দিন  সবুর কর
সাবার  হবে তৃণমূল। 

বুধবার, ১৮ মে, ২০১৬

চাপে দাদা

চাপে দাদা 
নিধুভূষণ দাস 

অস্থির : চোপ ,মাথার যন্ত্রনা। 

ফাঁপা :ক্যান,কী অইল দাদা ?

অস্থির :তুই একটা গাধা 
          শুনিস নি এগজিট পোলের কথা  ?

ফাঁপা :এক্সাইড ব্যাটারি ,ইঞ্জিন চালায় ?
         আমার ব্যাটা কিনছে একডা 
         এইডাতে  আমনের কী ?

অস্থির :তোর মাথা ! ভোটের রেজাল্ট। 
         মানুষের জোট ,মানুষেরই  ভোল 
         গেল পাল্টে ?

ফাঁপা :কী কন দাদা,সবাইতো কয় ভোট দিছে আমাগো।

 অস্থির :তুই একটা পাঁঠা। 

ফাঁপা :তাওতো আমনে আমার দাদা। 



 
 



বুধবার, ১১ মে, ২০১৬

সুস্থিরের স্বপ্নভঙ্গ !

সুস্থিরের স্বপ্নভঙ্গ !
নিধুভূষণ দাস 
 
সুস্থির: 
কী গো প্রবীনদা,দিনমনিদা 
মুখ্যমন্ত্রী   হবেনতো ?
বড় আশা নিয়ে চেয়ে আছি 
দুশো ছাড়াবো বলে।  

আচ্ছা দাদা,শপথটা ব্রিগেড ময়দানে
হলে কেমন হয়?কথা দিচ্ছি 
মুর্শিদকুলির দেশটা আর নবান্নের বড় চেয়ারটা 
তুলে আনবো দিনমনিদার মন ভরাতে।  

আমি বর্তমান ,দিনমনিদা আমার ভবিষ্যত
মেডামকে বলে আমাকে তার পদতলে যদি দেন ঠাই 
বড় সাধ নবান্নে একটা আসন পাই যদি  
মানেনতো,আমি চৌধুরী গাজী। 

প্রবীনদা:
কবে যে তোর আক্কেল হবে কে জানে 
হিল্লিতে বাংলো দখল করে রাখা 
আর নবান্নে আসন পাওয়া এক জিনিস নয়রে বোকা 
তুই বেশ খোয়াব দেখতে পারিস,হিংসে
হয় তোকে দেখে,আমারতো ঘুমই গেছে উবে।
দুয়ে দুয়ে এক হয়ে গেছেরে,খোয়াবে পোলাও খাস 
ঘি কম দিবি কেনো?বুঝিসনা যে  
দিনমণি,হান্নান,তরুনাভরা সব গেছে ভোগে
 সুস্থির:
একি কথা কও তুমি দাদা,দাদাগো 
দেখি তবে কী বলে দাদা দিনমণি। 
 (প্রস্থান )

   
  

রবিবার, ৮ মে, ২০১৬

উনি কে ?

উনি কে ?

নিধুভূষণ দাস 
       
      রিপোর্টার :
'উনি কে ?'বলেছেন দলরাজ 
শুনে থ বাংলার সিরাজ 
পলাশীর পর মৌনী নবাব 
রাজার ইশারায়  পার্কসার্কাসে
ভূমধ্যসাগরীয় আঙ্গুর খেয়ে
 যেই বললেন ,"আসছি ফিরে দোহে"
ঝড়ের ইচর অমনি মাথায় পড়ল এসে। 
          কোরাস:
এমনই হয় ,ভোট বড় বালাই 
রাজার রাজ্যে ভোট এবার 
আরব সাগরের ধারে বলতেই হয় 
"Grapes are sour"
নয়তো বলবে সবাই 
"কমরেড ইচর ,রাউল কাস্ত্রোর নামের মাঝে 
'হু'  এলো কবে কেমন করে  !"

            রিপোর্টার :
বাংলার আকাশ প্রদীপ ভোট শেষে 
ফের  বললেন,"অপয়া ৩৫ বাদ ,ফিরছি ২০০ নিয়ে 
বুঝবে দিদিমনি কত ধানে কত চাল 
ধান চাষে লাভ নেই ,চাই গাড়ি চাষ ঝিঙ্গুরে 
আগের নবাব আগ বাড়িয়ে বেশি কাজ করে 
বারোটা বাজিয়েছিল,হিল্লির কাজীরা খুতখুতে বড্ড 
সে যাই হোক,গাড়ি গাছ লাগবই  ওখানে।"
            প্রদীপের গান:  
আয় দিদি দেখে যা, গাড়িসোনা গাছে গাছে 
আমাদের ঝিঙ্গুরে,যতনের বাহাদুরি দেখে যা।