শুক্রবার, ১২ মে, ২০২৩

তোমার গহ‌নে

 তোমার গহ‌নে

নিধুভূষণ দাস 


তোমার গহ‌নে আমার আশ্রয়

দেখেছি অ‌নেকটা,বা‌কি তবু

র‌য়ে গে‌ছে কতটা, জা‌নিনা।


তোমার গ্রীবা কি‌সের ম‌তো

বল‌তে পা‌রি, জিহ্বা কতটা

খসখ‌সে জা‌নি,মু‌খের সুবা‌সে

মাতাল হই, কা‌মি‌নীর গন্ধে 

সা‌পের ম‌তো,তবু কত অজানা!


শরী‌রের প্র‌তি‌টি খাঁজ অনায়া‌সে

আবৃ‌তি কর‌তে পা‌রি,চু‌লের ডগার

ছোঁয়ায় অ‌লেী‌কিক শিহরণ জা‌গে।


ম‌নের প্র‌তি‌টি ভাঁ‌জে কী খেলা ক‌রে

দে‌খি আ‌মি অবলীলায়।তাও যখন

মুচ‌কি হেসে ব‌লো, "আ‌মি অথই"

ভা‌বি, সৃষ্টি‌কে কতটাই বা চি‌নি?


তবু বল‌তে পা‌রি,ই‌চ্ছে কর‌লে

পাথরে তোমা‌র সৃষ্টি কর‌তে পা‌রি

নি‌টোল নির্মল রূপ,তারপর হয়‌তো

ব‌লে উঠ‌বো, "মাতৃরূ‌পেণ সং‌স্থিতা!"