মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

চলো বসি নীরবে




চলো বসি নীরবে 

নিধুভূষণ দাস 



এসো কথা বলি, নীরবে
বর্ষশুরুতে, বৈশাখ-প্রভাতে
নিই চন্দন-ফোঁটা কপালে
দুজন দুজনের,চলো যাই উদ্যানে
বসি গিয়ে নিরালায় নবীন কৃষ্ণচূড়ার
কিশলয় ছায়ায়। তুমি শাড়ি ,আমি পাঞ্জাবি
মুখোমুখি বসি ঘাসের আসনে ,শুনি
দোয়েলের গান  পল্লব-মর্মরে
হৃদস্পন্দন তোমার-আমার
কথা হয়ে ফুটবে চোখে-চোখে
যখন ওরা গাইবে রমনার বটমুলে
'এসো হে বৈশাখ  ...' চলো

বসি নীরবে মুখোমুখি নিরালায়
আজ এই পুন্য প্রভাতে।