রবিবার, ২৯ জুন, ২০১৪

নদ-নদী  কথা

নিধুভুষণ দাস 


এক যে ছিল  নদী ,এক যে ছিল নদ 
দুজনের একদিন হয়ে গেল দেখা ,
চোখে চোখে কথা ,এক হল দুটি ধারা
সাগর ছিল তাদের অন্তিম ঠিকানা। 

একতারা আর গিটারের ঐকতান 
তারা ভেবেছিল থাকবে চিরকাল। 
কোথা  হতে  প্যাঁচা  এক গেয়ে উঠল 
বিষাদের গান ,এমনি কেটে গেল তাল। 

অভিমানে  হিমালয়ে ফিরে গেল নদী 
এক উপনদীর  হাত ধরল  নদ। 



শনিবার, ২৮ জুন, ২০১৪

আবার একা

                                   

আবার   একা 

নিধুভূষণ  দাস 


ছিল  তার  অনেক সম্ভাবণা 
শিখেছিলো  ছবি  আঁকা 
অর্কেস্ট্রায়  বাজাতো গিটার। 

একদিন  বুঝেছিলো  বডড ব্যস্ত  বাবা-মা 
নিঝুম বাড়িতে  কাটতো সময়  একা 
ঠাম্মিই ছিলো স্বজন তাহার। 

একদিন ক্যামন  করে বুঝেছিলো  তারা 
সম্ভব অনুভবে  দুজনের মিশে যাওয়া 
নির্জনে কেটেছিলো  কয়েকটা  প্রহর। 

হেসেছিলো  সেদিন বারান্দার  আইভি পাতা 
আজ দূর  হিমালয়ে  সে ফের  একা।