শনিবার, ২৮ জুন, ২০১৪

আবার একা

                                   

আবার   একা 

নিধুভূষণ  দাস 


ছিল  তার  অনেক সম্ভাবণা 
শিখেছিলো  ছবি  আঁকা 
অর্কেস্ট্রায়  বাজাতো গিটার। 

একদিন  বুঝেছিলো  বডড ব্যস্ত  বাবা-মা 
নিঝুম বাড়িতে  কাটতো সময়  একা 
ঠাম্মিই ছিলো স্বজন তাহার। 

একদিন ক্যামন  করে বুঝেছিলো  তারা 
সম্ভব অনুভবে  দুজনের মিশে যাওয়া 
নির্জনে কেটেছিলো  কয়েকটা  প্রহর। 

হেসেছিলো  সেদিন বারান্দার  আইভি পাতা 
আজ দূর  হিমালয়ে  সে ফের  একা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন