রবিবার, ২৯ জুন, ২০১৪

নদ-নদী  কথা

নিধুভুষণ দাস 


এক যে ছিল  নদী ,এক যে ছিল নদ 
দুজনের একদিন হয়ে গেল দেখা ,
চোখে চোখে কথা ,এক হল দুটি ধারা
সাগর ছিল তাদের অন্তিম ঠিকানা। 

একতারা আর গিটারের ঐকতান 
তারা ভেবেছিল থাকবে চিরকাল। 
কোথা  হতে  প্যাঁচা  এক গেয়ে উঠল 
বিষাদের গান ,এমনি কেটে গেল তাল। 

অভিমানে  হিমালয়ে ফিরে গেল নদী 
এক উপনদীর  হাত ধরল  নদ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন