শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

স্মৃতিতে অবিনশ্বর

 নিধুভূষণ দাস


যে ভাস্কর্য ভেঙ্গে দিলে তোমরা

পঁয়তাল্লিশ বছর আগে যে ফুল 

ছিঁড়ে ফেলেছিলে নিছক প্রতিহিংসায়

তার স্মৃতি কি মুছে দিতে পেরেছো

তুমি মধ্যযুগীয় নির্মমতায়?


নশ্বর জীবনে কিছু কিছু মানুষ

অবিনশ্বর হয়ে যায় অম্লান কীর্তিতে

হিংস্রতায় নেভেনা সেই অনির্বান স্মৃতি


ভেবে দেখ,তুমি যে নবীকে মানো

শ্রদ্ধায়,ভালবাসায় তার কায়া  ভেসে

ওঠে তোমার মনের আঙ্গিনায়

সেই মূর্তি ভাঙ্গবে কোন অবিশ্বাসে!


অবিনশ্বর যিনি পিতৃঘাতী পিশাচের

ছোঁয়ার বাইরে তিনি

যে ফুল ছিঁড়েছিলে তুমি 

যুগে যুগে তাই প্রস্ফুটিত হয়-

ভাস্কর্যে,কবিতায়,গানে ও ক্যানভাসে।