শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

প্রথমের জন্মদিনে




প্রথমের জন্মদিনে 
নিধুভূষণ দাস



জন্মদিনে জেনো ঠিক, প্রথম প্রথমই  থাকে, বরাবর
প্রতিটি জন্মদিনই  প্রথম আসে,নতুন করে। 
যারা বলে তুমি বড়ো হয়েছো,বেড়েছে
আরেকটি বছর, তারা জানেনা
বড় হয়েই এসেছো তুমি ,থাকবে বড় চিরকাল
নদীর মতোই বয়ে চলবে অবিরাম,উঠবে আকাশে
আবার নেমে আসবে বলে।
জীবন থামেনা ,সতত চলমান অনন্তের পথে।
বেগবান থেকো ,থেমোনা কোনোদিন
মনে রেখো প্রতিটি মুহুর্তই  নতুন আমাদের।

 

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

পৃথিবীর জন্মদিনে

পৃথিবীর জন্মদিনে
নিধুভূষণ দাস
 
আজ,  আত্মজা ,আমাদের  পৃথিবী ,তোমার 
জীবন পথে একটি মাইলফলক ,আমাদেরও।
এদিন তুমি এসেছিলে ,তাই না ,মনে পড়ে ?
এখন তুমি বড়ো  হচ্ছ ,অনেক বড়ো হবে,
ব্রহ্মান্ডের মতো ,আমরা  ক্ষুদ্র হচ্ছি,আরো ক্ষুদ্র 
বারবার তোমাকে অসুরের মতো আঘাত করে। 

আত্মজা,তুমি নিষ্পাপ থেকো , দুষ্টুমতি 
অভিজ্ঞ  হয়োনা আমাদের মতো, কোনোদিন। 
যাকে আমরা ধ্বংস করছি নির্দ্বিধায় ,সীমাহীন ক্রুঢ়তায় 
সেই তোমাকে তুমি রক্ষা  করো গভীর মমতায় ,অসীম প্রজ্ঞায়। 

জানি ,ভরসা করা যায়, কারণ তুমি তোমারই মতো
আদি পাপ তোমার উত্তরাধিকার নয়। 
পৃথিবী ,আত্মজা  আমার,জন্মদিনে 
প্রথম আকাশের অনাবিল সুন্দরে শ্বাস নাও।

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

জন্মদিনে



   

জন্মদিনে  
নিধুভূষণ দাস

চৌষট্টিতম  দোসরা অক্টোবর  আমার  
চোদ্দই  আশ্বিন ,আলোকবর্ষের  হিসেবে 
বড়োজোর  ভ্রূণাবস্থা। তাও হতো কী? যদিনা  
তোমরা জন্মদিনের শুভেচ্ছা  জানাতে।

অনামিকা ,কণিকা ,অন্যা ,লতিফ, সুমন,
আম্মুও জানালো অনেক শুভেচ্ছা। 
আপ্লুত হলাম ,সৃষ্টির অর্থ নিয়ে শিশুর ছেলেখেলা। 

তোমরা কেমন নিতান্তই অবুঝ 
হারানোর ভয়ে হয়েছে  মতিভ্রম 
জন্মদিন কি আলাদা হয় ,সময় কি  মাপা যায় ?
সময় তো  দেখিনা আমরা 
কল্পনা করি শুধু পার্থিব অভিজ্ঞতায়। 

প্লেটো তো  বলেছেনই, অনেক  আগে ,
দেখাটা সত্যের অনুকৃত  রূপ ,আসল সত্য নয়। 
বোন কণিকা আজ বললে ,"অস্তগামী সূর্য  দেখে 
মনে হয় জীবনও অস্ত যাবে একদিন।"
জানোনা বুঝি নক্ষত্র মাত্রই চির ভাস্বর। 

সেদিন বিক্রমকে বলেছিলাম ,"আমরা চিরতরুণ বন্ধু  সবাই "
নক্ষত্রদের সাক্ষী রেখে বালি ,"আমরা যেমন  আছি 
তেমনই  থাকবো, অন্তহীন ভালোবাসায় 
বিক্রম,তুমি,আমি,আমরা সবাই।"

সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

বাবা-দাসীর গল্প 
নিধুভূষণ দাস 


এক সাধ্বীর  কারসাজিতে  বাবা 
আজ কয়েদি,ভক্তরা তা  মানবেন কেনো ?
ঈশ্বরের ধর্মদূত বাবা ধর্ষণে লিপ্ত
এও  বিশ্বাসযোগ্য ?

সাধ্বীরা তার  'মাফি ' পায় 
আশীর্বাদসম বাবার এই  মিলন।

আদালতে বাবা দোষী সাব্যস্ত
তার বৈভবে আবিষ্ট
ভক্তসেনা  তাই হিংসায়  উন্মত্ত
ত্রাহি ত্রাহি জনজীবন।
 
 
 

সোমবার, ৩ জুলাই, ২০১৭

প্রথম ঋণ

প্রথম ঋণ
Image may contain: one or more people, sky, mountain, cloud, tree, outdoor, nature and waterনিধুভূষণ দাস 

কেউ  বলে, মাকে প্রণাম  করা পাপ
আবার  এও শুনি 'জননী  জন্মভূমিশ্চ
স্বর্গাদপি  গরিয়সী '
জন্ম আমার মাতৃজঠরেই
প্রথম ঋণ  আমার মায়ের কাছেই ,জানি

যদিও  দেখি  সভ্য  প্রাণীর  দল  আমরা
বেমালুম ভুলে  গেছি
হরপ্পা,মিশর ,সুমের  সভ্যতা
নদীরই দান।

আমাদের পূর্বপুরেষেরা কৃতজ্ঞতায়
মাতৃরূপে বন্দনা করতেন যারে
তিনি  আজ আমাদেরই হাতে  বন্দিনী
গঙ্গা ,বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, কাপ্তাই
সবাই আজ চরম দুর্দশায়।

স্টিফেন হকিংকে  পাগল ঠাওরাই
তিনি বলে চলেছেন, হারিয়ে যাবে পৃথিবী
এখনই খুঁজতে  হবে নতুন  ঠিকানা
 কেয়ামতের  কথা  আমরা  দিব্যি  ভুলে আছি !

 


শুক্রবার, ১৬ জুন, ২০১৭

সঙ্গে আছে দাউদভাই

সঙ্গে আছে দাউদভাই
নিধুভূষণ দাস 


আমার বলার কিছু  নেই
শুধু নিজের  কথা  ভেবেছি
যদিও দাবি করি
তোমরাই সব আমার।

তোমরা বোকার মতো প্রশ্ন তোলো
"হঠাত কমলার মতো
হলো যে মুখখানা ,এতো বৈভব
কোথা থেকে এলো মহোদয় ?

হিসাব চাই,হিসাব দাও,  মহাশয়!"
চোপ ,বেয়াদপ সব 
আমার বলার কিছু  নেই
আছে শুধু থরে থরে সাজানো অস্ত্র।

লড়াই লড়াই লড়াই চাই
সঙ্গে আছে দাউদভাই।



বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

চুপ ,আজ শুভরাত




চুপ ,আজ শুভরাত 
নিধুভূষণ দাস 

চুপ ,কোনো কথা নয়,
এই  শুভ রাতে।
শোনো গুলি ,বিস্ফোরণ
কাছে কোথাও চলছে আদম নিধন
চলো বসে থাকি ঠোঁটে ঠোঁট রেখে।

কাঁদতে নেই সোনা,ভয় কেনো
লাভ কি তাতে,বলো ?
আসমানী  জহ্লাদ আজ  চারদিকে
ভূস্বর্গে,মানচেস্টারে ,জাকার্তায়।

যা হবার হবে,ওরা মারতে জানে
কোমরে বিস্ফোরক-বেল্ট ,কারো
কাঁধে প্রিয় ইনসাস,হাতে প্রেয়সী গ্রেনেড
সঙ্গে বেয়োনেট,চোখে মৃত্যদূতের উল্লাস।

এই শুভ রাতে, মিলনের সুখ হোক
আমাদের অমরত্বের হাতিয়ার।
.

মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

তোমার টুকটুকি ,আম্মু


তোমার টুকটুকি ,আম্মু 

নিধুভূষণ দাস 

নিকিতাকে  চেনো তুমি।
মনে  নেই ?একদিন পড়ন্ত  বিকেলে
টিএসসিতে আলাপ হয়েছিল তার  সঙ্গে
ডালিম দানার লাল  লেগেছিল  ঠোঁটে
সলাজ  হাসি ঝরছিল শিশিরের মতো।
বাংলার ছাত্রী ছিলো ,প্রিয় কবি জীবনানন্দ  আর
শামসুর রাহমান। আওড়াতো  রূপসী বাংলা,
আসাদের শার্ট এবং  স্বাধীনতা।

তাকে বুকে  জড়িয়ে,আমার কাঁধে হাত রেখে
বলেছিলে ,এই আমার ছেলে।
অনেকদিনের কথা ,টোকিওর মেয়ে
এখন বাংলা বিভাগের  প্রধান
টোকিও বিশ্ববিদ্যালয়ে,মা দুই সন্তানের
মেয়ের নাম  রেখেছে রূপসা,ছেলে  স্বাধীনতা
মনে পড়ছে  তার কথা, আম্মু ?

আমি  এখন তার মুখে হিরোশিমা  আর
নাগাসাকির সেই বীভত্স বিস্ফোরণের
কথা  শুনছি, পাশে  উত্কর্ন  রূপসা,স্বাধীনতা।
মনে পড়ে,তুমি  তার একটা  নাম রেখেছিলে
বলেছিলে,'নিকিতা ওয়া ,আনাতা টুকটুকি দেসু '
(নিকিতা, তুমি  টুকটুকি )
যুদ্ধকে  ওরা বড় ভয় পায় ,আম্মু। 

বুধবার, ১৭ মে, ২০১৭

শুভরাত্রি,প্রিয়া


শুভরাত্রি,প্রিয়া 

নিধুভূষণ দাস 

কী !  প্রিয়া ...
কে বলেছে তোমাকে, অনু ...?
তুমি  জানো না ,
কথাও নয়  জানার 

কী করে ভুলবেন তিনি
তার  ভাই ছিল এক !

সুপ্রভাত,প্রিয়া 
না-জানায় আনন্দ অপার 
তবে জানা যায় 
ইচ্ছে  করলে 

আমি কে, সত্যি সত্যি ?
জানোনা তুমি 

চেষ্টাও করোনি জানার,অন্তত একবার,
তিনি  আছেন ,আমার মা 
বীথি এনেছেন সূর্যের তলে এই আলোতে, আমাকে 
ভাবো আমি শুধু তোমারি,তার কেউ নই 

তিনি কথা কন নির্জন পাহাড়ের  সাথে 
কান পেতে শোনেন নদীর কলধ্বনি 
শেখেন সুনামির বাণী 
অনুভব করেন বিদেহীর উপস্থিতি 

তিনি আমার মা , জানোনা তুমি 
জানবে কী করে ,থাক  সে কথা 

ধন্যবাদ সময়কে ,ছিলাম যখন একসাথে 
উপভোগ করেছি  দুজনে,করিনি ?
চলো এবার যার যার পথ ধরি 
সময় বয়ে গেলো ,শুভরাত্রি। 



রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

বর্ষবিদায়

বর্ষবিদায় 
নিধুভূষণ দাস 

ভালোই হলো ,আপদটা  চলে গেলো
আপদটা বন্ধু বটে ,ভুলিয়ে দিতে পারে
আমার সব অপকর্ম ,প্রয়োজন হয়না ধামাচাপার
আবার দেখাতে পারি নতুন মুখুশ
বলতে  পারি,'আমি তোমাদেরই লোক '

যা চলে যায় তা আর আসেনা ফিরে
মানুষের স্মৃতিশক্তি অতীব দুর্বল
তাই বলতে পারি 'আমি গঙ্গার মতো পবিত্র '
জানিনা গঙ্গায় কতটা দূষণ এখন।