সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সুস্বাগতম দুহাজার একুশ

 সুস্বাগতম দুহাজার একুশ

নিধুভূষণ দাস


আমার অনেকটা আকাশ নিয়ে

গেলে জানি,এই-আছি-এই-নেই

জীবনে এখনেই নোঙর আমার

এও জানি,এখন পলকে তখন হয়ে যায়


এতদিনে  কতটা সময় ফেলে

এলাম উজানে, ‌ভাবি এই সংক্রান্তির

সকালে,স্মৃতির গুন টেনে উজানে

 যেতে পারি, কিন্তু ভাটার টান 

অস্বীকার করি কী করে?

মাঝির ভাটিয়ালি সুরে যে

বয়ে যায় বিরহের আকুলতা!


কেউ চলে গেলে,কেউ আসে

এইতো নিয়ম চিরদিন

প্রয়াণের মতো আগমন,

বিসর্জন ও আবাহন সমান সত্য


চলে যাবে তুমি প্রিয় শীত,আসিবে

নতুন‌ বসন্ত চলতি সহস্রাব্দের

নতুন একুশে, ফিরে আসবে তুমিও

নিয়ে আবার স্বাদু খেজুরের রস।

সুস্বাগতম দুহাজার একুশ!