রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

একুশে অমর



একুশে অমর 

নিধুভূষণ দাস 




আসছে ফাল্গুন ,পলাশের  দিন
'আমার ভায়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী',তোমার-আমার
উজ্জ্বল উত্তরাধিকার।

ওই বসন্ত-দিনে কত কেঁদেছিল পলাশগুচ্ছ
মায়ের ভাষার দাবি  স্তব্ধ করতে ওরা
ঝরিয়েছিলো এতোগুলো তাজা প্রাণ
আজও কাঁদে তাই  ঢাকার পলাশ।

সাক্ষী পলাশ-বীথি ,ওই কসাইদের কবর এখন
ঘৃণার স্মারক,শ্রদ্ধায়-স্মরণে একুশে অমর। 

মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫

ভালো লাগে


ভালো লাগে 

নিধুভূষণ দাস 





ভালো লাগে নীরব বন্ধুদের  মাঝে
যারা  কথা বলে মৌমাছিদের  সঙ্গে,  কানে কানে
জনারন্যে কোলাহল ,চিত্কার ,চেচামেচি, কিংবা
রাজনৈতিক অবরোধে নিছক ঘরোয়া সংলাপ
বড্ড একঘেয়ে ,কর্কশ লাগে
তার চেয়ে ঢের ভালো অরন্যে পাখির কূজন
মধুভরা হলুদ ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন।

আমার পৃথিবীকে আমি দিতে চাই ফুলের মতো মন
আমার প্রথম যেন হয়  অনন্ত আকাশ অনাবিল।


শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫

প্রয়োজনে মিলন

প্রয়োজনে মিলন 

নিধুভূষণ দাস 




যে যা বলে বলুক
আমি আমার মতো
আমার স্বপ্ন নিয়ে আমি বেশ আছি একা
আমার চেতনা আমাকে চালায়
আবেগে নয়,প্রয়োজনে
ওকে ,ওদের  কাছে ডাকি
লীন হই অন্যের আলিঙ্গনে।

ওরা আমার কেউ নয় ,না স্বজন ,না প্রিযবর
নেহাতই প্রয়োজনে মিলিত হই বারবার
যে যা বলে বলুক
আমি জানি আমার প্রয়োজন। 

শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

সুখ-অসুখ



সুখ-অসুখ 

নিধুভূষণ দাস 


ওরা বলে সব ভালো ,খাওয়াপরা ,জীবনযাপন
কোথাও  নেই সমস্যা  কোনো।

বাহ্  বেশ !তাহলে ভালোই আছো  তোমরা
দেশটা স্বর্গ বানিয়ে,দেবে একটু হিস্যা এই  সুখের ?

দিতে পারি যদি হও আমাদেরই মতো অনুগত ভৃত্য
প্রশ্ন নয় কোনো ,হুজুরের গুনকীর্তন শুধু।

কাজ নেই এই সুখে ,ভালো আছি অসুখে-বিসুখে
আকাশের পাখিরা দেখো ঢের সুখে আছে।