বুধবার, ১৭ মে, ২০১৭

শুভরাত্রি,প্রিয়া


শুভরাত্রি,প্রিয়া 

নিধুভূষণ দাস 

কী !  প্রিয়া ...
কে বলেছে তোমাকে, অনু ...?
তুমি  জানো না ,
কথাও নয়  জানার 

কী করে ভুলবেন তিনি
তার  ভাই ছিল এক !

সুপ্রভাত,প্রিয়া 
না-জানায় আনন্দ অপার 
তবে জানা যায় 
ইচ্ছে  করলে 

আমি কে, সত্যি সত্যি ?
জানোনা তুমি 

চেষ্টাও করোনি জানার,অন্তত একবার,
তিনি  আছেন ,আমার মা 
বীথি এনেছেন সূর্যের তলে এই আলোতে, আমাকে 
ভাবো আমি শুধু তোমারি,তার কেউ নই 

তিনি কথা কন নির্জন পাহাড়ের  সাথে 
কান পেতে শোনেন নদীর কলধ্বনি 
শেখেন সুনামির বাণী 
অনুভব করেন বিদেহীর উপস্থিতি 

তিনি আমার মা , জানোনা তুমি 
জানবে কী করে ,থাক  সে কথা 

ধন্যবাদ সময়কে ,ছিলাম যখন একসাথে 
উপভোগ করেছি  দুজনে,করিনি ?
চলো এবার যার যার পথ ধরি 
সময় বয়ে গেলো ,শুভরাত্রি। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন