বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

অধর্মের পোস্টারে ঢেকেছে ধর্ম

অধর্মের পোস্টারে
ঢেকেছে ধর্ম
নিধুভূষণ দাস

“বেঁচে থাক পুত্র,অন্তত যতদিন আমি থাকি”,
আশীর্বাণী  তোমার,আম্মু।দুরাচার কবলিত
এই নিষ্ঠুর সময়ে তুমিও কি বেঁচে আছো?
সম্ভব বেঁচেবর্তে থাকা ক্রুরতার ভুবনে!

আমি দেখছি কাঁপছে তোমার আত্মা
ভয়ে নয়,নিস্ফল ক্রোধে,অশ্রুত চিৎকারে।

চলে যাচ্ছে সব আজ পাশবিক শক্তির ক‍রতলে
মিথ‍্যার প্রবল চাপে সত‍্যের নাভিশ্বাস,বিষন্ন বিবেক
অসহায় চোখে দেখছে অন‍্যায়ের গৌরব
ধর্মকে ঢেকে দিচ্ছে অধর্মের পোস্টার।

রবীন্দ্রনাথ আছেন বসার ঘরে কিন্ত্ত আজকের
নষ্টনীড়ে ক্লাসিক সাহিত্য মানে পর্ণো-ভিডিও
বসুন্ধরা হয়ে গেছে হ‍্যামলেটের এলসিনোর
তাও বলবে,আম্মু,বেঁচে আছি,বেঁচে থাকো?