শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

মধুর বচন

মধুর বচন
নিধুভূষণ দাস

গালি হিসেবে “ফ‍্যাসিস্ত” জব্বর।
নাৎসিও খারাপ নয়
তবে “স্তালিনিস্ত” গালি নয়,
প্রশংসার বিশেষণ
এর সঙ্গে জুড়ে আছে প্রাণাধিক সমাজতন্ত্র।
ভারতীয় “তুঘলকি” কথাটা ভারিক্কি বেশ
তাৎপর্য বুঝি-না-বুঝি শুনতে খাসা।
যাদের “স্তালিনিস্ত” বলতে মানা
তারা কথায় কথায় “ফ‍্যাসিস্ত”,”নাৎসি”,"তুঘলকি”
বলে প্রতিবাদে সোচ্চার হন
হরিনামের মতো মধুর লাগে এই  বচন।

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

আমি সভাকবি মাত্র

আমি সভাকবি মাত্র
নিধুভূষণ দাস

আমার দেখা সবার দেখা নয়
আমি কী দেখি তা জাহির ক‌রা বোকামো বৈকি
আমার কথা সবার কথা নয় যে।

আমি অর্ফিউস নই যে,আমার সুরে পাথর গলে
আমি সক্রেটিস নই যে,আমার কথা সর্বজনগ্রাহ‍্য।
আমি সভাকবি, কিংবা প্রাসাদের গায়ক মাত্র।
তাও ভাবি আমার কথায় বিপ্লব সম্ভব।

ভাবি লোকে বোঝেনা,পৃষ্ঠপোষকের মনোরঞ্জন করাটা অনেক বেশি জরুরি, কারণ আমি সভাকবি।

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

আমার যোগবিয়োগ নাই

আমার যোগবিয়োগ নাই
নিধুভূষণ দাস

তরা অ কছ,আমি পাগল।
হ,পাগল ত বটেই, অন্তত তদের
মত চালাক ত না যে,ব‍্যাপারিদের
সব কতায় হ হ করমু।

আমি ত মুচকি হাইসা আকাশ পানে
তাকাইয়া থাহি,তরা ভাবছ বেয়াদপি।
কে কি ভাবলি মাথা ঘামাইনা
চাল নাই চুলা নাই,কিয়ের তবে ভাবনা
আমার যোগ অ নাই বিয়োগ অ নাই
আমি এই আছি এই নাই,ভয় পামু কেন?

আমি পাগল তরা চালাক
এইডাই ত আসল কতা।

শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

বুদ্ধি ব‍্যাপারির কামাই

বুদ্ধি ব‍্যাপারির কামাই
নিধুভৃষণ দাস

আচ্ছা ভাই, বামপন্থা কোনটা?

“তুই ভাই,এক্কেবারে বোকা,
এইডা একটা প্রশ্ন ?বাম মানে ডান না।
ফালতু বিষয় নিয়া ভাবিসনা তো।
রাজনীতি ব‍্যাপারি,বুদ্ধি ব‍্যাপারি এনিয়া
ব‍্যবসা কইরা খায়।তর ত ব‍্যাটা
গায়েগতরে খাইট‍্যা বাঁচতে অয়।
ছাড় অইসব ডানবাম,চিটিংবাজি ভাবনা।”

ঠিক কইছস দোস্ত,এই জন‍্যইতো তরে জিগাইলাম।

বুধবার, ২২ আগস্ট, ২০১৮

আর নয় ওদিকে আপাতত

আর নয় ওদিকে আপাতত
নিধুভূষণ দাস

সিংহদুয়ারে “সুস্বাগতম”,বেশ মজা
কত হাতছানি,”আয়!আয়!”
চৌকাঠটা পেরলেই সোনার দুনিয়া
কি জানি,কেন গেলামনা!
জানিসতো,আমি ভীতুর ডিম
নতুন ভুবন,সে আমার নয়।

“তোর স্বপ্ন নেই।”
বলতে পারিস।তবে অন্ধকার
নিয়ে স্বপ্ন দেখা আমার কম্মো নয়।
আমি আলোর পূজারী,খুঁজবো
অনন্তকাল তারে,যে নিয়ে যায়
জ‍্যোতিনগরে।

বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

অধর্মের পোস্টারে ঢেকেছে ধর্ম

অধর্মের পোস্টারে
ঢেকেছে ধর্ম
নিধুভূষণ দাস

“বেঁচে থাক পুত্র,অন্তত যতদিন আমি থাকি”,
আশীর্বাণী  তোমার,আম্মু।দুরাচার কবলিত
এই নিষ্ঠুর সময়ে তুমিও কি বেঁচে আছো?
সম্ভব বেঁচেবর্তে থাকা ক্রুরতার ভুবনে!

আমি দেখছি কাঁপছে তোমার আত্মা
ভয়ে নয়,নিস্ফল ক্রোধে,অশ্রুত চিৎকারে।

চলে যাচ্ছে সব আজ পাশবিক শক্তির ক‍রতলে
মিথ‍্যার প্রবল চাপে সত‍্যের নাভিশ্বাস,বিষন্ন বিবেক
অসহায় চোখে দেখছে অন‍্যায়ের গৌরব
ধর্মকে ঢেকে দিচ্ছে অধর্মের পোস্টার।

রবীন্দ্রনাথ আছেন বসার ঘরে কিন্ত্ত আজকের
নষ্টনীড়ে ক্লাসিক সাহিত্য মানে পর্ণো-ভিডিও
বসুন্ধরা হয়ে গেছে হ‍্যামলেটের এলসিনোর
তাও বলবে,আম্মু,বেঁচে আছি,বেঁচে থাকো?