বুধবার, ১৬ জুলাই, ২০১৪


লীন হবো ওদের অভিন্ন শরীরে 


নিধুভূষণ দাস 




পাহাড় তোমাকে ডাকে
নদী বলে 'আয় কাছে '
সাগরের ঢেউ কয়
'চ ড়  আমার চূড়ায়'

নিসর্গ-কন্যা  তুমি
এরা সবাই আপন তোমার
কাকে রেখে কাকে নেবে
ভাবি মনে মনে।

তুমি বলো ,'আমি আছি সবার মাঝে
 যেদিন চলে যাবো তোমাদের ছেড়ে
  ওরাই আমি হবো জেনো
লীন হয়ে ওদের অভিন্ন শরীরে। '

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন