শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪



নায়কের বিদায় 

নিধুভূষণ দাস 



"Man is born free,and everywhere he is in chains"
বলে গেছেন রুশো ,"তোমরা আমাকে রক্ত দাও ,আমি দেবো স্বাধীনতা
তোমাদের",দৃপ্ত শপথ নেতাজি সুভাষের,"এবারের সংগ্রাম স্বাধীনতার
সংগ্রাম ,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম",সহরাওয়ার্দি উদ্যানে লাখো
জনতার সামনে ঘোষনা অকুতোভয়  মুজিবের।

স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ ,লাখো শহীদের রক্ত-ঋণ  শোধ  না করেই
হয়েছে কলঙ্কিত পদ্মা-মেঘনা-যমুনার  দেশ,খুন হয়েছেন  জাতির জনক
যেমন হয়েছিলেন দাসপ্রথা উত্খাতের নায়ক আব্রাহাম লিঙ্কন।

এমনই হয় বারবার ,যেমন মহামতি যীশু  হয়েছিলেন ক্রুশবিদ্ধ
বুলেটের আঘাতে প্রার্থনাসভায় লুটিয়ে পড়েছিল অপাপবিদ্ধ মহাত্মার দেহ
স্বাধীন ভারত জানলোনা নেতাজি কোথায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন