শনিবার, ২৫ মার্চ, ২০২৩

দ্রেীপদীর প্রশ্ন

 দ্রেীপদীর প্রশ্ন

নিধুভূষণ দাস 


লাাঞ্ছি‌তা দ্রেীপদী কুরুসভায় দৃঢ়তায়

প্রশ্ন কর‌লেন,"পাশায় হে‌রে ক্রীতদাস

যুধি‌ষ্ঠির তাকে বাজি রাখেন কীভা‌বে?"

রা কা‌ড়েন‌নি উপ‌স্থিত ভীষ্ম পিতামহও

আমরাও বি‌বেক বন্ধক রাখি স্বা‌র্থের কা‌ছে।


বিদুর আর বিকর্ণ ব‌লেন,এই বা‌জি অ‌বৈধ,

দ্রেীপদী স্বাধীন,এই সহজ কথা‌টি অকপ‌টে

বল‌তে পা‌রেন‌নি জ্যেষ্ঠ জ‌নেরা। আজও

অনাচার দি‌কে‌ দি‌কে, আছেন পিতামহগণও

নেই শুধু প্র‌তিবাদে সোচ্চার বিদুর,বিকর্ণরা।


সেদিন জিতে‌ছিলেন  দ্রেীপদী,জয় পায়

বি‌বেক নিসৃত যথার্থ প্র‌তিবাদ।আজ ?

থাক সেকথা,প্র‌তিবাদে ভরপুর দেখি

সংবাদপত্র,টি‌ভি প্র‌তি‌দিন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন