মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

রক্তপাতে দোষ নেই

 রক্তপাতে দোষ নেই

নিধুভূষণ দাস


"Out damned spot!Out,I say!"


এক রাতে রাজরক্তে রঞ্জিত করেছিলে

নিজের হাত,খুন করেছিলে আঁধারের
পবিত্রতা,নিদ্রার প্রশান্তি।

আজ রাতে ঘুমাও যখন,এক হয়না‌ 

চোখের পাতা,ছোট্ট প্রদীপের

 আলোয় হাত ধোয় অবিরাম, রক্তের

দাগ আর ঘ্রাণ মুছে দিতে,বলে যাও,

"ওহ্ আরবের সব সুগন্ধি পারবেনা

 এই রক্তের গন্ধ‌ দূর করতে!"


আজও তুমি সক্রিয়, ক্ষমতার টান আর

 রক্তের ঘ্রাণ একাকার হয়ে তোমাকে

বলে, "রক্তপাতে দোষ নেই,

জীবনের চেয়ে পবিত্র সিংহাসন।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন