আমি কারো বিরুদ্ধে নই
নিধুভূষণ দাস
কথাটা বলে ফেলাই ভাল
আমার কোনো রাজনীতি নেই
আমি কারো বিরুদ্ধে নই
সবাই আমার আপন
বিশ্বাস করুন
আমি সবাইকে সমীহ করি
কারণ আমার বুক দূরু দুরু।
কাউকে দেখলেই ভয়ে অবশ হয়ে যাই
আমি প্রকাশ্যে মাথা তুলি না
গুরুত্বহীন হয়েই আমি নিরাপদ থাকতে চাই
প্রতিবাদ আমার ধাতে নেই
শিকারীর তাড়া খাওয়া হরিণীর মতো
আমি প্রাণ ভয়ে ছুটছি তো ছুটছিই
আমার মাথার দিব্যি
আমি কারো বিরুদ্ধে নই
আমার কোনো রাজনীতি নেই।