বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪




কোনোদিন  বলিনি 'চুপ!'

নিধুভূষণ দাস 




আমি  ওকে কোনোদিন  বলিনি 'চুপ!'
ভালবাসা নয়  অনির্বচনীয়
যে-ঠোঁটে ছোঁয়াবে ঠোঁট
তা কেনো বলবে রাখতে স্থির
হৃদয়ের কথা যদি ঠোঁট বেয়ে  না পড়ে  ঝরে
ভালবাসা যদি না হয় বাঙময়  তবে
মিলতে  যে পারেনা হৃদয়ে  হৃদয়। 

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪





 শারদ মুখ 

নিধুভূষণ দাস 



শীর্ণকায় নদী , সাদা মেঘে  রোদের  আলপনা
বাংলার  গ্রামের দৃশ্যপট এখন ,শান্ত নিসর্গে  
নিরাপদ মাছেরাও অহিংসার  মরশুমে।

চলো যাই ,দেখে আসি  নিরাপদ ভুবন
দূষণের শহর থেকে  দূরে অনাবিল গ্রামে
বাংলার নদীতীরে ,যেখানে আকাশ
আর নদী মিশে যেতে পারে অনায়াসে।

শারদীয়া উত্সব  হয় এখন
ইউরোপ-আমেরিকায়ও
কিন্তু এমন প্রশান্ত শারদ মুখ
আছে শুধু বাংলারই।

চলো  যাই দেখে আসি  নদী আর আকাশের  শুভ্র  রূপ। 

বুধবার, ২০ আগস্ট, ২০১৪


ছনের ঘর স্বপ্ন দেখে

নিধুভূষণ দাস 

টাপুরটুপুর  বৃষ্টি পড়ে
ছনের ঘর স্বপ্ন দেখে
মাথলা মাথায় ধান ক্ষেতে
আবুল অমল কাজ করে।

পাঁচ তারায় নোট ওড়ে
উড়াল পুলের নিচে
পট্লাদের রাত কাটে
সময় দিব্যি বয়ে চলে।

বাতানুকূল ঘরে ওরা
দেশের কথা ভাবে
বিত্তবানদের ভালো রাখার  পথ খোঁজে
আবুল অমল পট্লারা গতর খাটে।