সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪



পাহাড়ের ঠিকানায় 

নিধুভুষণ দাস 


ফুল তারে ডাকে'আয় বোন,
মুখে মাখিয়ে দিবো রেনু'
নদী বলে 'আয় আমার কোলে
দেবো স্নিগ্ধ জলের প্রলেপ '
কার্জন হলের জাবুজ গালিচা ডাকে
'আয় মেয়ে ,আমার কোমলে  বসে
একটু জিরিয়ে নে এই দহন দুপুরে '

ফুল ডাকে,নদী ডাকে ,ডাকে সবুজ গালিচা
তবু তার মন ধায় পাহাড়ের  ঠিকানায়
যেখানে নীল আর সবুজ  একাকার।  

বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪




কোনোদিন  বলিনি 'চুপ!'

নিধুভূষণ দাস 




আমি  ওকে কোনোদিন  বলিনি 'চুপ!'
ভালবাসা নয়  অনির্বচনীয়
যে-ঠোঁটে ছোঁয়াবে ঠোঁট
তা কেনো বলবে রাখতে স্থির
হৃদয়ের কথা যদি ঠোঁট বেয়ে  না পড়ে  ঝরে
ভালবাসা যদি না হয় বাঙময়  তবে
মিলতে  যে পারেনা হৃদয়ে  হৃদয়। 

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪





 শারদ মুখ 

নিধুভূষণ দাস 



শীর্ণকায় নদী , সাদা মেঘে  রোদের  আলপনা
বাংলার  গ্রামের দৃশ্যপট এখন ,শান্ত নিসর্গে  
নিরাপদ মাছেরাও অহিংসার  মরশুমে।

চলো যাই ,দেখে আসি  নিরাপদ ভুবন
দূষণের শহর থেকে  দূরে অনাবিল গ্রামে
বাংলার নদীতীরে ,যেখানে আকাশ
আর নদী মিশে যেতে পারে অনায়াসে।

শারদীয়া উত্সব  হয় এখন
ইউরোপ-আমেরিকায়ও
কিন্তু এমন প্রশান্ত শারদ মুখ
আছে শুধু বাংলারই।

চলো  যাই দেখে আসি  নদী আর আকাশের  শুভ্র  রূপ।