মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

চলো বসি নীরবে




চলো বসি নীরবে 

নিধুভূষণ দাস 



এসো কথা বলি, নীরবে
বর্ষশুরুতে, বৈশাখ-প্রভাতে
নিই চন্দন-ফোঁটা কপালে
দুজন দুজনের,চলো যাই উদ্যানে
বসি গিয়ে নিরালায় নবীন কৃষ্ণচূড়ার
কিশলয় ছায়ায়। তুমি শাড়ি ,আমি পাঞ্জাবি
মুখোমুখি বসি ঘাসের আসনে ,শুনি
দোয়েলের গান  পল্লব-মর্মরে
হৃদস্পন্দন তোমার-আমার
কথা হয়ে ফুটবে চোখে-চোখে
যখন ওরা গাইবে রমনার বটমুলে
'এসো হে বৈশাখ  ...' চলো

বসি নীরবে মুখোমুখি নিরালায়
আজ এই পুন্য প্রভাতে। 

রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

একুশে অমর



একুশে অমর 

নিধুভূষণ দাস 




আসছে ফাল্গুন ,পলাশের  দিন
'আমার ভায়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী',তোমার-আমার
উজ্জ্বল উত্তরাধিকার।

ওই বসন্ত-দিনে কত কেঁদেছিল পলাশগুচ্ছ
মায়ের ভাষার দাবি  স্তব্ধ করতে ওরা
ঝরিয়েছিলো এতোগুলো তাজা প্রাণ
আজও কাঁদে তাই  ঢাকার পলাশ।

সাক্ষী পলাশ-বীথি ,ওই কসাইদের কবর এখন
ঘৃণার স্মারক,শ্রদ্ধায়-স্মরণে একুশে অমর। 

মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫

ভালো লাগে


ভালো লাগে 

নিধুভূষণ দাস 





ভালো লাগে নীরব বন্ধুদের  মাঝে
যারা  কথা বলে মৌমাছিদের  সঙ্গে,  কানে কানে
জনারন্যে কোলাহল ,চিত্কার ,চেচামেচি, কিংবা
রাজনৈতিক অবরোধে নিছক ঘরোয়া সংলাপ
বড্ড একঘেয়ে ,কর্কশ লাগে
তার চেয়ে ঢের ভালো অরন্যে পাখির কূজন
মধুভরা হলুদ ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন।

আমার পৃথিবীকে আমি দিতে চাই ফুলের মতো মন
আমার প্রথম যেন হয়  অনন্ত আকাশ অনাবিল।