বুধবার, ২৯ জুলাই, ২০১৫

রাত থাকুক রাতের মতো

রাত থাকুক রাতের মতো

নিধুভূষণ দাস 





আসছে রাত ,আসুক ,আসতে দাও
জ্বালিও না আলো ,শুধু জ্বলুক আকাশের তারা
আর  মাটির জোনাকি।

অনেক তো জ্বালালে বাতি
অমাবস্যায় করলে দীপাবলী
হলো কী  কল্যাণ তাতে পৃথিবীর ?

অন্ধকার রাতে আলোকিত প্রাসাদে
বসে কষলে  যুদ্ধের  ছক
যুদ্ধ শুরু হলে চালালে ব্ল্যাকআউট
কতটা আলোকিত হলো পৃথিবী ,বলো !

তারচে বরং আঁধারকে আঁধার থাকতে দাও
আঁধারে ভাবতে শিখি আলো কারে কয়
রাত থাকুক রাতের মতো,অনাবিল।

শুক্রবার, ১৫ মে, ২০১৫

শুভেচ্ছায় মিথ্যে নেই




শুভেচ্ছায় মিথ্যে নেই 

নিধুভূষণ দাস 



জন্মদিনে  কেউ শুভেচ্ছা জানালে ভালো লাগে
 ভালোবেসে  বলে "দীর্ঘজীবী হও !"
জানি  এতে বাড়েনা  আয়ু ,তবুও
খুশী  হই এই ভেবে শুভানিধ্যায়ী আছে কেউ।

ভাবিনা একদম মৃত্যুর পর স্মরণ করবে কিনা  প্রিয়জনেরা
এইরকম স্বপ্ন অলীক মনে করাই শ্রেয়
স্মরণসভায়  মৃতের সম্পর্কে অনেক ভালো ভালো মিথ্যে
বলা হয় মহিমার প্রলেপ দেওয়ার জন্য।

জন্মদিনের শুভেচ্ছায় অন্তত মিথ্যে থাকেনা এতটুকু। 

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

চলো বসি নীরবে




চলো বসি নীরবে 

নিধুভূষণ দাস 



এসো কথা বলি, নীরবে
বর্ষশুরুতে, বৈশাখ-প্রভাতে
নিই চন্দন-ফোঁটা কপালে
দুজন দুজনের,চলো যাই উদ্যানে
বসি গিয়ে নিরালায় নবীন কৃষ্ণচূড়ার
কিশলয় ছায়ায়। তুমি শাড়ি ,আমি পাঞ্জাবি
মুখোমুখি বসি ঘাসের আসনে ,শুনি
দোয়েলের গান  পল্লব-মর্মরে
হৃদস্পন্দন তোমার-আমার
কথা হয়ে ফুটবে চোখে-চোখে
যখন ওরা গাইবে রমনার বটমুলে
'এসো হে বৈশাখ  ...' চলো

বসি নীরবে মুখোমুখি নিরালায়
আজ এই পুন্য প্রভাতে।