বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

jot

জোট  ছাড়া  গতি  নাই 
নিধুভূষণ  দাস 

কী  যে  কস  ভাই
জোট  ছাইড়া  কই  যাই  !
হারের   মইধ্যে জিত
হান্নানদার কপাল  চিকচিক
জোটের জিভ  লিকলিক
এবার আমাদের তৃণভোজ
আর কটা  দিন  সবুর কর
সাবার  হবে তৃণমূল। 

বুধবার, ১৮ মে, ২০১৬

চাপে দাদা

চাপে দাদা 
নিধুভূষণ দাস 

অস্থির : চোপ ,মাথার যন্ত্রনা। 

ফাঁপা :ক্যান,কী অইল দাদা ?

অস্থির :তুই একটা গাধা 
          শুনিস নি এগজিট পোলের কথা  ?

ফাঁপা :এক্সাইড ব্যাটারি ,ইঞ্জিন চালায় ?
         আমার ব্যাটা কিনছে একডা 
         এইডাতে  আমনের কী ?

অস্থির :তোর মাথা ! ভোটের রেজাল্ট। 
         মানুষের জোট ,মানুষেরই  ভোল 
         গেল পাল্টে ?

ফাঁপা :কী কন দাদা,সবাইতো কয় ভোট দিছে আমাগো।

 অস্থির :তুই একটা পাঁঠা। 

ফাঁপা :তাওতো আমনে আমার দাদা। 



 
 



বুধবার, ১১ মে, ২০১৬

সুস্থিরের স্বপ্নভঙ্গ !

সুস্থিরের স্বপ্নভঙ্গ !
নিধুভূষণ দাস 
 
সুস্থির: 
কী গো প্রবীনদা,দিনমনিদা 
মুখ্যমন্ত্রী   হবেনতো ?
বড় আশা নিয়ে চেয়ে আছি 
দুশো ছাড়াবো বলে।  

আচ্ছা দাদা,শপথটা ব্রিগেড ময়দানে
হলে কেমন হয়?কথা দিচ্ছি 
মুর্শিদকুলির দেশটা আর নবান্নের বড় চেয়ারটা 
তুলে আনবো দিনমনিদার মন ভরাতে।  

আমি বর্তমান ,দিনমনিদা আমার ভবিষ্যত
মেডামকে বলে আমাকে তার পদতলে যদি দেন ঠাই 
বড় সাধ নবান্নে একটা আসন পাই যদি  
মানেনতো,আমি চৌধুরী গাজী। 

প্রবীনদা:
কবে যে তোর আক্কেল হবে কে জানে 
হিল্লিতে বাংলো দখল করে রাখা 
আর নবান্নে আসন পাওয়া এক জিনিস নয়রে বোকা 
তুই বেশ খোয়াব দেখতে পারিস,হিংসে
হয় তোকে দেখে,আমারতো ঘুমই গেছে উবে।
দুয়ে দুয়ে এক হয়ে গেছেরে,খোয়াবে পোলাও খাস 
ঘি কম দিবি কেনো?বুঝিসনা যে  
দিনমণি,হান্নান,তরুনাভরা সব গেছে ভোগে
 সুস্থির:
একি কথা কও তুমি দাদা,দাদাগো 
দেখি তবে কী বলে দাদা দিনমণি। 
 (প্রস্থান )