রবিবার, ২১ আগস্ট, ২০১৬

ছত্রিশ বছর পর







ছত্রিশ বছর পর 

নিধুভূষণ  দাস 

কেমন আছিস ?
জানিনা ,সবাই তো  বলে ভালো।
সে কী, নিজের ভালোমন্দ জানিসনা!
ভালোমন্দ  আছে  নাকি ?
বুঝিনা তো। লোকে যা বলে  তাই শুনি।

তোর কী  খবর ,বেবী  ভালো তো?
শুনেছি একা  আছে।
কী  বলিস ,কেনো ?
জানিসনা বুঝি ,তোরই তো জানার কথা।
কী  যে বলিস ,আমি জানবো  কেনো
ছত্রিশ বছর কী  কম  সময় ?

সত্যি,তুই দেখছি দিব্যি  ভালো আছিস
বেচারী রয়ে গেলো  একা !

কোথায় থাকে ?
নীলক্ষেতে ,আজও বসন্তে  পলাশ গোনে।
তোর সঙ্গে কথা হয় ?
দেখা হয় ,হাত নাড়ে ,ঠোঁট কাঁপে। 

বুধবার, ৬ জুলাই, ২০১৬

সন্ত্রাসেরও যুক্তি আছে


গুলশান,ঢাকা :সন্ত্রাসে সন্তানহারা মা




সন্ত্রাসেরও  যুক্তি আছে

নিধুভূষণ দাস 

যতই হোকনা প্রাণঘাতক
জঙ্গলের  গাছ লুঠে যারা ধনশালী 
তারা গাড়িবাড়ি করে স্বর্গসুখী,
যারা গন্ডারের খড়গ ,হাতির দাঁত 
কেটে পাচার ক'রে সমাজপ্রভু 
তারা সুখী বৈকি।

সুখ যদি স্বর্গ হয় তবে 
গণহত্যাকারীর  অট্টহাসিতে  দোষ কোথায় 
যদি তারা বিশ্বাস করে, এতে খুলে যায় 
বেহেশতের দুয়ার ?হোকনা তা সন্ত্রাসের কারবার 
ক্ষমতার রাজনীতির ভয়ঙ্কর হাতিয়ার।

সন্ত্রাসেরও  যুক্তি আছে,যার প্রতিযুক্তি,
মনে হয় ,  দুর্বল এখন। 

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

jot

জোট  ছাড়া  গতি  নাই 
নিধুভূষণ  দাস 

কী  যে  কস  ভাই
জোট  ছাইড়া  কই  যাই  !
হারের   মইধ্যে জিত
হান্নানদার কপাল  চিকচিক
জোটের জিভ  লিকলিক
এবার আমাদের তৃণভোজ
আর কটা  দিন  সবুর কর
সাবার  হবে তৃণমূল।