রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

প্রিয়বরেষু ,

প্রিয়বরেষু ,
 

বড়  সুসময়ে আমাদের দেখা ,
বুড়ো সান্টিয়াগোর  মতো
আশার বাণী শোনানোর  এইতো সময়।

ধর্মের যে ব্যাখ্যা ,যে আদর্শবাদ
হিংসার বীজ বোনে, তা প্রতিহত
করার যথার্থ  সময়ে  এই দেখা।

ঘটে-যাওয়া সর্বনাশের কথা
ভুলিয়ে আশা জাগায়
যে নৈশভোজের আড্ডা
তা হারানো স্বপ্ন  ফেরালো ,তাই না ?


-নিধুভূষণ দাস 

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

বদলে গেছে স্বদেশ


বদলে গেছে স্বদেশ 
নিধুভূষণ দাস 

পদ্মার ইলিশ আগের মতো স্বাদু  নয়
ঘ্রানে অর্ধ ভোজনের  গল্পও আর চলেনা
শীতলক্ষ্যায়  মাছই নেই
বুড়িগঙ্গাও আক্রান্ত দূষনে
এক  বন্ধু  বললো,"ভালো নেই বাংলাদেশ"
কষ্ট  হয় মায়ের অসুখে।

একটু হাসবেনা মা ? কতোদিন  পরে এলাম !
শহীদ মিনার  বুকে নিয়েওতো দিব্যি
অপেক্ষা  করলে ঊনিশ বছর,প্রতিজ্ঞায় অনড়,
নয় মাসে সন্তান হারালে আরও ত্রিশ লাখ
মুক্তির সকালে তাও দেখেছি 

মুখে তোমার আনন্দের উদ্ভাস।

সে সময় হারিয়ে গেছে,বাবা
মুক্তির সূর্য আনার লড়াই ছিল তোদের
আজ দেখি  হিংসার কাছে মুক্তির পরাজয়
ভালো থাক বাছা ,আর কদিনইবা আয়ু  আমার !


রবিবার, ২১ আগস্ট, ২০১৬

ছত্রিশ বছর পর







ছত্রিশ বছর পর 

নিধুভূষণ  দাস 

কেমন আছিস ?
জানিনা ,সবাই তো  বলে ভালো।
সে কী, নিজের ভালোমন্দ জানিসনা!
ভালোমন্দ  আছে  নাকি ?
বুঝিনা তো। লোকে যা বলে  তাই শুনি।

তোর কী  খবর ,বেবী  ভালো তো?
শুনেছি একা  আছে।
কী  বলিস ,কেনো ?
জানিসনা বুঝি ,তোরই তো জানার কথা।
কী  যে বলিস ,আমি জানবো  কেনো
ছত্রিশ বছর কী  কম  সময় ?

সত্যি,তুই দেখছি দিব্যি  ভালো আছিস
বেচারী রয়ে গেলো  একা !

কোথায় থাকে ?
নীলক্ষেতে ,আজও বসন্তে  পলাশ গোনে।
তোর সঙ্গে কথা হয় ?
দেখা হয় ,হাত নাড়ে ,ঠোঁট কাঁপে।