মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

তোমার টুকটুকি ,আম্মু


তোমার টুকটুকি ,আম্মু 

নিধুভূষণ দাস 

নিকিতাকে  চেনো তুমি।
মনে  নেই ?একদিন পড়ন্ত  বিকেলে
টিএসসিতে আলাপ হয়েছিল তার  সঙ্গে
ডালিম দানার লাল  লেগেছিল  ঠোঁটে
সলাজ  হাসি ঝরছিল শিশিরের মতো।
বাংলার ছাত্রী ছিলো ,প্রিয় কবি জীবনানন্দ  আর
শামসুর রাহমান। আওড়াতো  রূপসী বাংলা,
আসাদের শার্ট এবং  স্বাধীনতা।

তাকে বুকে  জড়িয়ে,আমার কাঁধে হাত রেখে
বলেছিলে ,এই আমার ছেলে।
অনেকদিনের কথা ,টোকিওর মেয়ে
এখন বাংলা বিভাগের  প্রধান
টোকিও বিশ্ববিদ্যালয়ে,মা দুই সন্তানের
মেয়ের নাম  রেখেছে রূপসা,ছেলে  স্বাধীনতা
মনে পড়ছে  তার কথা, আম্মু ?

আমি  এখন তার মুখে হিরোশিমা  আর
নাগাসাকির সেই বীভত্স বিস্ফোরণের
কথা  শুনছি, পাশে  উত্কর্ন  রূপসা,স্বাধীনতা।
মনে পড়ে,তুমি  তার একটা  নাম রেখেছিলে
বলেছিলে,'নিকিতা ওয়া ,আনাতা টুকটুকি দেসু '
(নিকিতা, তুমি  টুকটুকি )
যুদ্ধকে  ওরা বড় ভয় পায় ,আম্মু। 

বুধবার, ১৭ মে, ২০১৭

শুভরাত্রি,প্রিয়া


শুভরাত্রি,প্রিয়া 

নিধুভূষণ দাস 

কী !  প্রিয়া ...
কে বলেছে তোমাকে, অনু ...?
তুমি  জানো না ,
কথাও নয়  জানার 

কী করে ভুলবেন তিনি
তার  ভাই ছিল এক !

সুপ্রভাত,প্রিয়া 
না-জানায় আনন্দ অপার 
তবে জানা যায় 
ইচ্ছে  করলে 

আমি কে, সত্যি সত্যি ?
জানোনা তুমি 

চেষ্টাও করোনি জানার,অন্তত একবার,
তিনি  আছেন ,আমার মা 
বীথি এনেছেন সূর্যের তলে এই আলোতে, আমাকে 
ভাবো আমি শুধু তোমারি,তার কেউ নই 

তিনি কথা কন নির্জন পাহাড়ের  সাথে 
কান পেতে শোনেন নদীর কলধ্বনি 
শেখেন সুনামির বাণী 
অনুভব করেন বিদেহীর উপস্থিতি 

তিনি আমার মা , জানোনা তুমি 
জানবে কী করে ,থাক  সে কথা 

ধন্যবাদ সময়কে ,ছিলাম যখন একসাথে 
উপভোগ করেছি  দুজনে,করিনি ?
চলো এবার যার যার পথ ধরি 
সময় বয়ে গেলো ,শুভরাত্রি। 



রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

বর্ষবিদায়

বর্ষবিদায় 
নিধুভূষণ দাস 

ভালোই হলো ,আপদটা  চলে গেলো
আপদটা বন্ধু বটে ,ভুলিয়ে দিতে পারে
আমার সব অপকর্ম ,প্রয়োজন হয়না ধামাচাপার
আবার দেখাতে পারি নতুন মুখুশ
বলতে  পারি,'আমি তোমাদেরই লোক '

যা চলে যায় তা আর আসেনা ফিরে
মানুষের স্মৃতিশক্তি অতীব দুর্বল
তাই বলতে পারি 'আমি গঙ্গার মতো পবিত্র '
জানিনা গঙ্গায় কতটা দূষণ এখন।